আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

এটিএম আজহারকে সংবর্ধনা জানাতে শাহবাগে নেতাকর্মীরা

স্টাফ রিপোর্টার
এটিএম আজহারকে সংবর্ধনা জানাতে শাহবাগে নেতাকর্মীরা

দীর্ঘ ১৩ বছর বিনা অপরাধে কারারুদ্ধ থাকার পর আজ মুক্তি পাচ্ছেন জামায়াতের ইসলামীর সাবেক ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল এটিএম আজহারুল ইসলাম। বুধবার সকাল সাড়ে ৯ টার দিকে শাহবাগে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের প্রিজন সেল থেকে তার মুক্তি পাওয়ার কথা রয়েছে।

দলের শীর্ষ এই নেতাকে বরণ ও সংবর্ধনা জানাতে এরইমধ্যে শাহবাগ এলাকায় জড়ো হয়েছেন বহু নেতাকর্মী। এ উপলক্ষ্যে সেখানে শোকরানা সমাবেশের জন্য মঞ্চ তৈরি করা হয়েছে। সংবর্ধনা এবং শোকরানা সমাবেশে জামায়াতের আমির ডা. শফিকুর রহমান সহ দলের সর্বস্তরের নেতাকর্মীরা উপস্থিত থাকবেন বলে জানা গেছে।

বিজ্ঞাপন

এর আগে মঙ্গলবার সর্বোচ্চ আদালতের রায়ে এটিএম আজহারের মৃত্যুদণ্ডের রায় বাতিল এবং সব অভিযোগ থেকে খালাস দেয়া হয়।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

এলাকার খবর
খুঁজুন