আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

জামায়াত আমিরের প্রতিদ্বন্দ্বী বিএনপি প্রার্থী

আগেও অনেক দলীয় প্রধান নগণ্য কর্মীর কাছে হেরেছেন

আমার দেশ অনলাইন

আগেও অনেক দলীয় প্রধান নগণ্য কর্মীর কাছে হেরেছেন

বাংলাদেশে এর আগেও অনেক দলীয় প্রধান আমাদের মতো নগণ্য কর্মীর কাছে হেরেছেন। আমি জয়ের ব্যাপারে আশাবাদী বলে মন্তব্য করেছেন ঢাকা-১৫ আসনে বিএনপির প্রার্থী শফিকুল ইসলাম খান। তিনি প্রতিদ্বন্দ্বী প্রার্থী জামায়াতের আমির ডা. শফিকুর রহমানকে উদ্দেশে এ মন্তব্য করেন।

রাজধানীর শেওড়াপাড়া, কাজীপাড়া, কাফরুল ও মিরপুরের একাংশ নিয়ে গঠিত ঢাকা–১৫ আসন। এই আসনে বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠন যুবদলের সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম খানকে প্রার্থী করা হয়েছে। তার প্রতিদ্বন্দ্বী বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান। একজন দলীয় প্রধানের বিরুদ্ধে লড়ে জয়ের ব্যাপারে প্রত্যাশা কেমন—জানতে চাইলে শফিকুল ইসলাম খান এ কথা বলেন।

বিজ্ঞাপন

রোববার সকাল ১০টার দিকে রাজধানীর পশ্চিম শেওড়াপাড়া টেকনিক্যাল এলাকা থেকে নির্বাচনি জনসংযোগ শুরু করেন শফিকুল ইসলাম খান।

তিনি বলেন, আমি বিএনপির ধানের শীষের প্রার্থী। এই এলাকায় আমার জন্ম। এখানেই ছোট থেকে বড় হয়েছি। এলাকার প্রতিটি মানুষের সঙ্গে আমরা সুসম্পর্ক আছে। আমি সবাইকে চিনি, জানি। এলাকার সব বাড়ির মালিক সমিতি, ফ্ল্যাট মালিক সমিতি, তারা সবাই চায়—তাদের এলাকায় এমন একজন প্রতিনিধি পাক, যার কাছে গিয়ে তাদের এলাকার সব সমস্যার কথা বলতে পারবে।

নির্বাচিত হলে ভাঙা রাস্তাঘাট, পানি–গ্যাসের সংকট, জলাবদ্ধতা সমস্যার সমাধানে অগ্রাধিকার দেবেন বলে জানান বিএনপির এই প্রার্থী।

মাদক থেকে সবাইকে দূরে রাখতে এলাকায় খেলার মাঠ করবেন বলেও জানান তিনি।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন