নিরাপদ ও বাসযোগ্য মানবিক ঢাকা গড়তে চাই: ড. হেলাল উদ্দিন

স্টাফ রিপোর্টার
প্রকাশ : ০৭ নভেম্বর ২০২৫, ১৮: ২৪

ঢাকা-৮ আসনে জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী অ্যাডভোকেট ড. হেলাল উদ্দিন ‘নিরাপদ ও বাসযোগ্য মানবিক’ ঢাকা গড়ে তোলার প্রতিশ্রুতি দিয়েছেন।

তিনি বলেছেন, সারাদেশের ন্যায় ঢাকা-৮ আসনকে একটি নিরাপদ নগরী হিসেবে গড়ে তুলতে কাজ করছে জামায়াতে ইসলামী। আগামীতে জনগণ তাকে নির্বাচিত করলে এই আসনকে সন্ত্রাস-চাঁদাবাজ-দুর্নীতিমুক্ত একটি নিরাপদ ও বাসযোগ্য মানবিক এলাকা হিসেবে জনগণকে উপহার দেওয়া হবে।

বিজ্ঞাপন

তিনি "আমার ঢাকা, আমাদের ঢাকা; গড়বো মোরা একসাথে" স্লোগানে ঢাকা-৮ সংসদীয় এলাকাকে নতুন বাংলাদেশের মডেল হিসেবে গড়ে তুলতে স্থানীয়দের জামায়াতের নেতৃত্বে এগিয়ে আসার আহবান জানান।

শুক্রবার রাজধানীর শাহবাগে ঢাকা-৮ আসন জামায়াতে ইসলামীর উদ্যোগে দাঁড়িপাল্লা প্রতীকের সমর্থনে আয়োজিত "মোটরসাইকেল শোভাযাত্রা" পূর্ব পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ঢাকা মহানগরী দক্ষিণে নায়েবে আমির অ্যাডভোকেট ড. হেলাল উদ্দিন বলেন, অতীতে যারা এমপি হয়ে ঢাকা-৮ আসনের জনগণের সঙ্গে প্রতারণা করেছে, দুর্নীতি ও লুটপাটের মাধ্যমে হাজার হাজার কোটি টাকা আত্মসাৎ করেছে, ব্যাংক-বীমার মালিক হয়েছে, নিজ নামে স্কুল-কলেজ প্রতিষ্ঠা করে শিক্ষা বাণিজ্য করেছে তাদেরকে আর ভোট দেওয়া যায় না।

এরা আবারো সুযোগ পেলে দুর্নীতির স্বর্গরাজ্য গড়ে তুলবে। তারা ক্ষমতায় গিয়ে দুর্নীতির মাধ্যমে বিদেশে টাকা পাচার করে দুর্নীতিতে টানা পাঁচ বার বিশ্ব চ্যাম্পিয়ন হয়েছে। জামায়াতে ইসলামীতে দুর্নীতি, সন্ত্রাস, চাঁদাবাজের স্থান নেই। জুলাইয়ের শহীদদের স্বপ্নের বৈষম্যহীন কল্যাণ ও মানবিক নতুন বাংলাদেশ গড়তে দাঁড়িপাল্লায় সমর্থন দিতে তিনি দেশবাসীর প্রতি আহ্বান জানান।

ঢাকা মহানগরী দক্ষিণের সহকারী সেক্রেটারি মুহাম্মদ শামছুর রহমানের সভাপতিত্বে পথসভায় উপস্থিত ছিলেন ঢাকা-৮ আসনে জামায়াতের নির্বাচন পরিচালনা কমিটির সদস্য সচিব শাহীন আহমেদ খান, মহানগরীর কর্মপরিষদ সদস্য মাওলানা শরিফুল ইসলাম, শাহবাগ পূর্ব থানা আমির আহসান হাবীব, শাহবাগ পশ্চিম থানা আমির অ্যাডভোকেট শাহ মাহফুজুল হক চৌধুরী, রমনা থানা আমির আতিকুর রহমান, মতিঝিল দক্ষিণ থানা আমির মাওলানা মোতাছিম বিল্লাহ, মতিঝিল উত্তর থানা আমির মো. শামসুল বারী, মতিঝিল পূর্ব থানা আমির মো. নুরুদ্দীন, শাহজাহান পশ্চিম থানা আমির মো. সরোয়ার হোসেনসহ স্থানীয় নেতাকর্মীরা।

পথসভা শেষে বিশাল মোটরসাইকেল শোভাযাত্রা শাহবাগ মোড় থেকে শুরু হয়ে মৎস্যভবন-হাইকোর্ট মাজার-সিটি কর্পোরেশন-বঙ্গভবন-দৈনিক বাংলা-শাপলা- কামলাপুর-রাজারবাগ-মালিবাগ-মগবাজার-বেইলি রোড-শান্তিনগর-নয়াপল্টন হয়ে পল্টন মোড়ে গিয়ে শেষ হয়। এ সময় দাঁড়িপাল্লার পক্ষে শ্লোগান থেকে তারা।

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত