জনগণ বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠার স্বপ্ন নিয়ে ছাত্র-জনতার আন্দোলনে ঝাপিয়ে পড়েছে মন্তব্য করে বাংলাদেশ লেবার পার্টির চেয়ারম্যান ডা. মোস্তাফিজুর রহমান ইরান বলেছেন, ৫ আগস্ট ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে গঠিত অন্তর্বর্তী সরকারের আন্তরিক প্রচেষ্টায় মাহে রমজানে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে রাখতে সফল হয়েছে। আমরা ঐক্যবদ্ধভাবে নতুন স্বপ্নের বাংলাদেশ গড়তে চাই। দুর্নীতি লুটপাট, দোষারোপ হানাহানি ও প্রতিহিংসার রাজনীতির কবর রচনা করতে সামা সুবিচার ও মানবিক বাংলাদেশ গড়ার লড়াই সংগ্রাম জোরদার করতে হবে।
শনিবার বিকেল ৫টায় কামরাঙ্গীরচর থানা লেবার পার্টির উদ্যোগে স্থানীয় কলেজ অডিটোরিয়ামে আলোচনা ও ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন।
ডা. ইরান বলেন, আমরা দুর্নীতি দুঃশাসন চাই না, আমরা শান্তি সমৃদ্ধি ও ভ্রাতৃত্বের বাংলাদেশ চাই। আমরা বিচারহীনতার সংস্কৃতির অবসান করে আইনের শাসনের বাংলাদেশ প্রতিষ্ঠা করতে চাই। লুটপাটের রাজনীতির কারণে বাংলাদেশ মাথা তুলতে পারেনি। তাই দুর্নীতিবাজ রাজনীতিবীদ, আমলা ও সরকারি কর্মচারী কর্মকর্তাদের মুখোশ জাতির সামনে তুলে ধরতে হবে।

