আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

বিএনপির লিয়াজোঁ কমিটির বৈঠক শেষে সালাহউদ্দিন

বাংলাদেশে কোরআন-সুন্নাহ বিরোধী আইন হবে না

আমার দেশ অনলাইন

বাংলাদেশে কোরআন-সুন্নাহ বিরোধী আইন হবে না

বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ বলেছেন, বাংলাদেশে ইসলাম-কোরআন-সুন্নাহর বিপরীতে শরিয়তবিরোধী কোনো আইন প্রণীত হবে না।

বৃহস্পতিবার সন্ধ্যায় বিএনপির লিয়াজোঁ কমিটির সঙ্গে বাংলাদেশ জমিয়াতুল মোদার্রেছীনের বৈঠক শেষে তিনি এ কথা বলেন।

বিজ্ঞাপন

সালাহউদ্দিন বলেন, বাংলাদেশে মাদরাসা শিক্ষার সম্প্রসারণ হোক, আমরা (বিএনপি) সেটা চাই। কিন্তু মাদরাসা শিক্ষাঙ্গনকে একটি নির্ধারিত দলীয় রাজনীতির অঙ্গনে পরিণত করতে চাই না।

তিনি বলেন, বিএনপি ইতোমধ্যে রাজনৈতিক, অরাজনৈতিক, ইসলামপন্থী—সবার সঙ্গে কথা বলেছে।

তিনি আরো বলেন, হেফাজতে ইসলামের নায়েবের সঙ্গে দেখা করেছি, হাটহাজারী মাদরাসায় গিয়েছি, ছারছীনা পীরের সঙ্গে দেখা করেছি, আলিয়া লাইনের সমস্ত মুরুব্বি-নেতৃত্বের সঙ্গে কথা বলেছি। উদ্দেশ্য একটা–বাংলাদেশের সব জনগোষ্ঠীকে আমরা একত্রিত করে, সমন্বিত করে, ঐক্যবদ্ধ করে এমনভাবে দেশ পরিচালনা করতে চাই—যেখানে বিভক্তি থাকবে না।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন