আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

খালেদা জিয়ার মৃত্যুতে নাগরিক ছাত্র ঐক্যের শোক

স্টাফ রিপোর্টার

খালেদা জিয়ার মৃত্যুতে নাগরিক ছাত্র ঐক্যের শোক
ফাইল ছবি

সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শোক জানিয়েছে নাগরিক ছাত্র ঐক্য। মঙ্গলবার গণমাধ্যমে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ শোক প্রকাশ করে সংগঠনটি।

বিজ্ঞপ্তিতে নাগরিক ছাত্র ঐক্য জানায়, তিনবারের সাবেক প্রধানমন্ত্রী, গণতান্ত্রিক আন্দোলনের অন্যতম প্রতীক এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করছি। বেগম খালেদা জিয়া শুধু একটি রাজনৈতিক দলের নেত্রী ছিলেন না; তিনি ছিলেন বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসের এক গুরুত্বপূর্ণ অধ্যায়। গণতন্ত্র, বহুদলীয় রাজনৈতিক সংস্কৃতি এবং জনগণের অধিকার প্রতিষ্ঠার সংগ্রামে তাঁর ভূমিকা জাতির ইতিহাসে স্মরণীয় হয়ে থাকবে। স্বৈরতান্ত্রিক ও গণতন্ত্রহীন পরিস্থিতির বিরুদ্ধে তাঁর আপসহীন নেতৃত্ব বারবার জাতিকে মুক্তির অনুপ্রেরণা যুগিয়েছে।

বিজ্ঞাপন

এতে আরো বলা হয়, রাজনৈতিক মতপার্থক্য থাকা সত্ত্বেও দেশ ও জাতির কল্যাণে বেগম খালেদা জিয়ার দীর্ঘ রাজনৈতিক যাত্রা, গণমুখী নেতৃত্ব এবং দৃঢ় মনোবল সব সময় নতুন প্রজন্মের জন্য পথনির্দেশক হয়ে থাকবে। তাঁর মৃত্যুতে দেশ একজন অভিজ্ঞ ও দূরদর্শী রাষ্ট্রনায়ককে হারালো।

নাগরিক ছাত্র ঐক্যের আহবায়ক মোহাম্মদ ফজলে রাব্বী ও সদস্য সচিব তানভীর ইসলাম স্বাধীন যৌথভাবে বলেন, বেগম খালেদা জিয়ার ইন্তেকালে জাতি একজন সাহসী, পরীক্ষিত ও প্রভাবশালী রাজনৈতিক নেত্রীকে হারাল। তাঁর মৃত্যুতে আমরা গভীরভাবে শোকাহত ও মর্মাহত। নাগরিক ছাত্র ঐক্যের পক্ষ থেকে মরহুমার শোকসন্তপ্ত পরিবার, আত্মীয়স্বজন এবং দলের নেতাকর্মীদের প্রতি গভীর সমবেদনা। একই সঙ্গে এই অপূরণীয় ক্ষতির দিনে দেশবাসীকে শান্তি ও ধৈর্য ধারণের আহ্বান জানিয়ে মরহুমার রূহের মাগফিরাত কামনায় দোয়া ও প্রার্থনা করার অনুরোধ করছি।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন