জাতীয়তাবাদী যুবদলের সভাপতি আব্দুল মোনায়েম মুন্না অভিযোগ করেছেন যে নির্বাচনকে বাধাগ্রস্ত ও অস্থিতিশীল করতে পরিকল্পিতভাবে যুবদল নেতা গোলাম কিবরিয়াকে হত্যা করা হয়েছে।
মঙ্গলবার রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটে ঢাকা মহানগর দক্ষিণ যুবদলের উদ্যোগে ‘ধানের শীষের প্রার্থীর বিজয় নিশ্চিতে যুবদলের করণীয়’ শীর্ষক মতবিনিময় সভায় তিনি এ অভিযোগ করেন।
মুন্না বলেন, গোলাম কিবরিয়ার শরীরে ১০টির বেশি গুলিচিহ্ন পাওয়া গেছে। আমরা প্রশাসনের কাছে জোর দাবি করছি, সিসিটিভি ফুটেজ যাচাই করে দ্রুত হত্যাকারীদের আইনের আওতায় আনা হোক এবং অবিলম্বে এ হত্যাকাণ্ডের বিচার নিশ্চিত করা হোক।
তিনি আরো অভিযোগ করেন, যারা ভোটের মাধ্যমে ক্ষমতায় আসতে পারবে না জেনে এই হত্যাকাণ্ডের মাধ্যমে নির্বাচনকে বাধাগ্রস্ত করার অপচেষ্টা করছে।
ধানের শীষের প্রার্থীদের বিজয় নিশ্চিতে নেতাকর্মীদের উদ্দেশে তিনি বলেন, ভয় নয়—উদারতা দেখিয়ে আগামী দিনের রাজনীতি করতে হবে। দ্বারে দ্বারে গিয়ে ভোট চাইতে হবে এবং বিজয় নিশ্চিত করে ঘরে ফিরতে হবে।
মতবিনিময় সভায় যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাধারণ সম্পাদক মোহাম্মদ নূরুল ইসলাম নয়ন বলেন, নির্বাচনের সম্ভাব্য তারিখ নিয়ে আলোচনা শুরু হওয়ার আগেই দেশে অস্থিরতা তৈরির উদ্দেশ্যে এই পরিকল্পিত হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে।
তিনি বলেন, হত্যার ধরণ, সময়, রাজনৈতিক পরিস্থিতি—সব মিলিয়ে এটি ব্যক্তিগত শত্রুতা নয়; বরং নির্বাচন বিলম্বিত করার অংশ হিসেবে একটি বড় পরিকল্পনা।”
নয়ন আরো বলেন, ভিডিও ফুটেজেই স্পষ্ট বুঝা যায় ঘটনাটি পূর্বপরিকল্পিত ছিল। তিনি দাবি করেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ৫ আগস্টের পর থেকেই নির্বাচনি পরিবেশ স্বাভাবিক করতে নির্দেশ দিয়ে আসছেন, অথচ ১৬ মাসেও একটি নির্বাচন অনুষ্ঠিত হয়নি।
তার অভিযোগ, নির্বাচনের সম্ভাব্য তারিখ সামনে আনতে না দিতেই যুবদল নেতাকে টার্গেট করা হয়েছে।
দীর্ঘ আন্দোলনের প্রসঙ্গ তুলে নয়ন বলেন, গত ১৬ বছরে সংসদ-আদালত থাকলেও কার্যকারিতা ছিল না, মানুষের ভোটাধিকার ছিল না। আন্দোলনের লক্ষ্য ছিল গণতান্ত্রিক অধিকার ফিরিয়ে দেওয়া। তিনি বলেন, ফ্যাসিবাদের পতন হলেও জনবান্ধব সরকার প্রতিষ্ঠার সংগ্রাম শেষ হয়নি।
সভায় অন্যান্য নেতারাও বলেন, দেশে স্বচ্ছ নির্বাচনের সুযোগ তৈরি হওয়ার সঙ্গে সঙ্গে অস্থিরতা ছড়ানোর চেষ্টা বাড়ছে, আর গোলাম কিবরিয়া হত্যা সেই ষড়যন্ত্রেরই সতর্ক সংকেত।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

