আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

ছাত্রদলের উদ্দেশে শিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি

জকসু নির্বাচন শান্তিপূর্ণভাবে হতে দিন, বিশৃঙ্খলা সৃষ্টি করবেন না

প্রতিনিধি, জবি

জকসু নির্বাচন শান্তিপূর্ণভাবে হতে দিন, বিশৃঙ্খলা সৃষ্টি করবেন না
ফাইল ছবি

জকসু নির্বাচন শান্তিপূর্ণ উপায়ে হতে দিন; বিশৃঙ্খলা সৃষ্টি করবেন না। জবি শিক্ষার্থীরা বিজয়ী হোক বলে মন্তব্য করেছেন ইসলামী ছাত্রশিবিরের সদ্য সাবেক কেন্দ্রীয় সভাপতি ও জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) সাবেক শিক্ষার্থী জাহিদুল ইসলাম।

মঙ্গলবার নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে এক পোস্টে ছাত্রদলের উদ্দেশে তিনি এ কথা লেখেন।

বিজ্ঞাপন

এর আগে দুপুরে সংবাদ সম্মেলনে ইউটিএল কেন্দ্রীয় কমিটির সদস্যসচিব ও জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ বিলাল হোসাইন বলেন, ‘আমরা প্রতিটি কেন্দ্র ঘুরে দেখেছি, অত্যন্ত সুষ্ঠু পরিবেশে ভোটগ্রহণ হচ্ছে। সকালে শীতের কারণে শিক্ষার্থী একটু কম ছিল। তবে বেলা গড়াতেই শিক্ষার্থীরা ভোট দিতে আসছেন।’

ছাত্রদলের বিরুদ্ধে তিনি অভিযোগ করে বলেন, নির্দিষ্ট একটি দলের পোলিং এজেন্টের হাতে আমরা কিছু ভোটার স্লিপ পাই, যেখানে শিক্ষার্থীদের ভোটার স্লিপের পেছনে নির্দিষ্ট প্যানেলের পোস্টার প্রিন্ট করে বিতরণ করা হচ্ছে।

ড. মোহাম্মদ বিলাল হোসাইন বলেন, ভোটার স্লিপ একটি সংবেদনশীল নিরপেক্ষ নির্বাচনি উপকরণ। সেখানে কোনো প্যানেলের প্রচারণা যুক্ত করা নির্বাচনকে প্রভাবিত করার অপচেষ্টা এবং গণতান্ত্রিক পরিবেশের পরিপন্থি।

এসআই

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন