স্টাফ রিপোর্টার
গণসংহতি আন্দোলন ও বাংলাদেশ খেলাফত মজলিস নির্বাচন, বিচার ও সংস্কারের সুনির্দিষ্ট রোডম্যাপ দাবি করেছে।
গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি বলেন, 'সরকার বলেছে, ডিসেম্বর থেকে জুনের মধ্যে নির্বাচন হবে। ফলে রাজনৈতিক দলগুলো ডিসেম্বরে নির্বাচন চায়। এখন ডিসেম্বর থেকে কোনো কারণে নির্বাচন পেছায়, তাহলে বাড়তি সময় কেন লাগবে তা সরকারকেই ব্যাখ্যা করতে হবে।'
তিনি বলেন, 'ঐকমত্য কমিশনে সর্বোচ্চ ছাড় দিয়ে ঐকমত্য তৈরি করতে চাই। যেসব প্রস্তাবে ঐকমত্য হবে, তা জুলাই সনদ হিসেবে ঘোষণা করার পক্ষে আমরা। যেসব প্রস্তাবে দ্বিমত থাকবে, তা জনগণের কাছে যাবে, নির্বাচিত সরকার এসে তা বাস্তবায়ন করবে। সরকার ও রাজনৈতিক দলগুলোর মধ্যে দূরত্ব সৃষ্টি হয়েছে, তা জনমনে আশঙ্কা তৈরি করছে। নতুন রাজনৈতিক বন্দোবস্ত ও গণতান্ত্রিক যাত্রা শুরু করতে সবাইকে উদ্যোগ নিতে হবে।'
বাংলাদেশ খেলাফত মজলিসের মহাসচিব জালালুদ্দিন আহমেদ বলেন, 'আমরা তিনটি প্রস্তাব দিয়েছি। প্রথমত, কোনো সংস্কার গুরুত্বসহকারে করবেন, কত মাস সময় লাগবে তা রোডম্যাপ দিতে আহ্বান জানিয়েছেন। দ্বিতীয়ত, নির্বাচনের খুনি শেখ হাসিনা ও তার দোসরদের বিচার দৃশ্যমান করতে হবে। তৃতীয়ত, ডিসেম্বর থেকে জুন কোন মাসে করবে তা নির্দিষ্ট রোডম্যাপের দাবি জানিয়েছেন।'
এমএস
গণসংহতি আন্দোলন ও বাংলাদেশ খেলাফত মজলিস নির্বাচন, বিচার ও সংস্কারের সুনির্দিষ্ট রোডম্যাপ দাবি করেছে।
গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি বলেন, 'সরকার বলেছে, ডিসেম্বর থেকে জুনের মধ্যে নির্বাচন হবে। ফলে রাজনৈতিক দলগুলো ডিসেম্বরে নির্বাচন চায়। এখন ডিসেম্বর থেকে কোনো কারণে নির্বাচন পেছায়, তাহলে বাড়তি সময় কেন লাগবে তা সরকারকেই ব্যাখ্যা করতে হবে।'
তিনি বলেন, 'ঐকমত্য কমিশনে সর্বোচ্চ ছাড় দিয়ে ঐকমত্য তৈরি করতে চাই। যেসব প্রস্তাবে ঐকমত্য হবে, তা জুলাই সনদ হিসেবে ঘোষণা করার পক্ষে আমরা। যেসব প্রস্তাবে দ্বিমত থাকবে, তা জনগণের কাছে যাবে, নির্বাচিত সরকার এসে তা বাস্তবায়ন করবে। সরকার ও রাজনৈতিক দলগুলোর মধ্যে দূরত্ব সৃষ্টি হয়েছে, তা জনমনে আশঙ্কা তৈরি করছে। নতুন রাজনৈতিক বন্দোবস্ত ও গণতান্ত্রিক যাত্রা শুরু করতে সবাইকে উদ্যোগ নিতে হবে।'
বাংলাদেশ খেলাফত মজলিসের মহাসচিব জালালুদ্দিন আহমেদ বলেন, 'আমরা তিনটি প্রস্তাব দিয়েছি। প্রথমত, কোনো সংস্কার গুরুত্বসহকারে করবেন, কত মাস সময় লাগবে তা রোডম্যাপ দিতে আহ্বান জানিয়েছেন। দ্বিতীয়ত, নির্বাচনের খুনি শেখ হাসিনা ও তার দোসরদের বিচার দৃশ্যমান করতে হবে। তৃতীয়ত, ডিসেম্বর থেকে জুন কোন মাসে করবে তা নির্দিষ্ট রোডম্যাপের দাবি জানিয়েছেন।'
এমএস
পরে অন্য সিনিয়র রিপোর্টারদের সঙ্গে কুশল বিনিময় করেন এ্যানি। এ সময় আমার দেশ-এর ব্যবস্থাপনা সম্পাদক জাহেদ চৌধুরী, বার্তা সম্পাদক ইলিয়াস হোসেন, ভারপ্রাপ্ত চিফ রিপোর্টার বাছির জামাল প্রমুখ উপস্থিত ছিলেন।
২৬ মিনিট আগেসৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের বলেন, একটি আদেশের মাধ্যমে জুলাই সনদের সাংবিধানিক মর্যাদা দিতে হবে। এটি সংবিধান নয়, একটা এক্সট্রা কনস্টিটিউশনাল অ্যারেঞ্জমেন্ট যেটা কোনো সরকার এরকম পরিস্থিতিতে পড়লে দেওয়ার এখতিয়ার রাখে।
২ ঘণ্টা আগেনাহিদ ইসলাম বলেন, “বড় রাজনৈতিক দল হিসেবে যারা পরিচিত তারা নিজেদের মধ্যে প্রশাসন, এসপি-ডিসি এগুলো ভাগ বাটোয়ারা করছে এবং নির্বাচনে জন্য তারা যে তালিকা করছে, সরকারকে সেগুলো দিচ্ছে এবং উপদেষ্টা পরিষদের ভেতর থেকেও সেই দলগুলোর সাথে সেভাবে সহায়তা করছে”।
২ ঘণ্টা আগেরাশেদ খান তার পোস্টে বলেন, অন্তর্বর্তীকালীন সরকার কোনভাবেই নিরপেক্ষতার পরিচয় দিতে পারেনি। কোন কোন দলকে সুবিধা দিয়ে ম্যানেজ করে চলেছে। স্বজনপ্রীতিবাজ এসব উপদেষ্টারা কতোটুকু নিরপেক্ষ নির্বাচন দিতে পারবে, সেটি নিয়ে সংশয় ও সন্দেহ আছে।
২ ঘণ্টা আগে