আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

শহীদ আবু সাঈদের কবর জিয়ারত করলেন জামায়াত আমির

স্টাফ রিপোর্টার

শহীদ আবু সাঈদের কবর জিয়ারত করলেন জামায়াত আমির

শহীদ আবু সাঈদের কবর জিয়ারত করেছেন জামায়াত আমির ডা. শফিকুর রহমান। কবর জিয়ারত শেষে তিনি শহীদ আবু সাঈদের বাবা ও বড় ভাইয়ের সঙ্গে শহীদের স্মৃতিবিজড়িত বাড়িতে প্রবেশ করেন।

বিজ্ঞাপন

শনিবার সকাল ৮টায় রংপুরের পীরগঞ্জে অবস্থিত শহীদ আবু সাঈদের কবর জিয়ারত শেষে জামায়াত আমির এসব কথা বলেন।

মোনাজাতে মহান আল্লাহর কাছে শহীদ আবু সাঈদের জন্য ক্ষমা প্রার্থনা করে জামায়াত আমির বলেন, ‘হে আল্লাহ, শহীদ আবু সাঈদ রহিমাহুল্লাহ আধিপত্যবাদবিরোধী আন্দোলনের জন্য জীবন দিয়েছে। তুমি আমাদের দেশকে আধিপত্যবাদের হাত থেকে রক্ষা করো। আমাদেরও শহীদদের পথে কবুল কর। আমরাও যেন শহীদ আবু সাঈদের পথ ধরে এই দেশকে আধিপত্যবাদের মোকাবিলা করতে পারি, সেই তৌফিক দান করো।

জামায়াত আমিরের সঙ্গে শহীদ আবু সাঈদের কবর জিয়ারতে আরও ছিলেন দলটির সহকারী সেক্রেটারি মাওলানা আব্দুল হালিম, এনসিপির কেন্দ্রীয় সদস্য সচিব আকতার হোসেন, শিবিরের কেন্দ্রীয় সেক্রেটারি সিবগাতুল্লাহ সিবগা প্রমুখ।

আবু সাঈদের কবর জিয়ারত শেষে সকাল ১০টায় গাইবান্ধা জেলার পলাশবাড়ী উপজেলায়, দুপুর ১২টায় বগুড়া শহরে, দুপুর আড়াইটায় বুড়া জেলার শেরপুর উপজেলায়, বেলা সাড়ে ৩টায় সিরাজগঞ্জ শহরে, বিকেল ৪টায় সিরাজগঞ্জ জেলার উল্লাপাড়ায় এবং সন্ধ্যা সাড়ে ৬টায় পাবনা শহরে নির্বাচনি সমাবেশে বক্তব্য রাখবেন জামায়াত আমির।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন