আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

খুলনায় মিয়া গোলাম পরওয়ার

‘ছাত্রসমাজ ইতোমধ্যে চাঁদাবাজদের পরাজিত করেছে, জাতীয় নির্বাচনেও পরাজিত করা সম্ভব’

খুলনা ব্যুরো

‘ছাত্রসমাজ ইতোমধ্যে চাঁদাবাজদের পরাজিত করেছে, জাতীয় নির্বাচনেও পরাজিত করা সম্ভব’
বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার। ছবি: সংগৃহীত।

ছাত্রসমাজ ইতোমধ্যে চাঁদাবাজদের পরাজিত করেছে, জাতীয় নির্বাচনেও চাঁদাবাচদের পরাজিত করা সম্ভব বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার। সোমবার ফুলতলা উপজেলার বিভিন্ন ইউনিয়নে গণসংযোগ ও উঠান বৈঠককালে ভোটারদের উদ্দেশ্যে এ কথা বলেন তিনি।

গোলাম পরওয়ার বলেন, রাষ্ট্র সংস্কার ও দুর্নীতির বিরুদ্ধে অবস্থান নিতে ‘হ্যাঁ’ তে ভোট দিতে হবে। যারা ‘না’ ভোটের পক্ষে কথা বলছে, তারা দুর্নীতি ও চাঁদাবাজির বর্তমান ব্যবস্থা টিকিয়ে রাখতে চায়। ভোটের দিন সবাইকে কেন্দ্রে যাওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, সকালে ভোট দিয়ে ঘরে ফিরবেন। যুবকদের দায়িত্ব থাকবে ভোটকেন্দ্র পাহারা দেয়ারে, যাতে ভোট ডাকাতি বা সন্ত্রাস না হয়।

বিজ্ঞাপন

তিনি দাবি করেন, ছাত্রসমাজ ইতোমধ্যে বিভিন্ন নির্বাচনে চাঁদাবাজদের পরাজিত করেছে। ফলে জাতীয় নির্বাচনেও দুর্নীতিবাজ-চাঁদাবাজদের পরাজিত করা সম্ভব। দলমতের ঊর্ধ্বে উঠে নৈতিকতা ও চরিত্রবান নেতৃত্বের পক্ষে ভোট দিতে হবে। ধানের শীষ, নৌকা, লাঙ্গল রাষ্ট্র চালাতে পারলে দাঁড়িপাল্লাও পারবে এটা আমাদের অধিকার।

এ সময় তার সঙ্গে জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি মুন্সি মইনুল ইসলাম, অ্যাডভোকেট আবু ইউসুফ মোল্লা, ফুলতলা উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান প্রিন্সিপাল গাওসুল আযম হাদী, ফুলতলা উপজেলা আমীর অধ্যাপক আব্দুল আলিম মোল্লা, ডুমুরিয়া উপজেলা আমীর মাওলানা মোক্তার হোসেন, প্রমুখ উপস্থিত ছিলেন।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন