মজলিসে শূরার অধিবেশনে জামায়াত আমির

চলমান সমস্যার সমাধানে প্রয়োজন অর্থবহ সংলাপ

স্টাফ রিপোর্টার
প্রকাশ : ২৪ মে ২০২৫, ২০: ১৪

যত বড় সমস্যাই হোক না কেন, আলোচনার মাধ্যমে তার সমাধান সম্ভব বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। তিনি বলেন, 'সংঘাত ও কাদা ছোড়াছুড়ি করে জাতিকে অনিশ্চয়তার দিকে ঠেলে দেওয়া সমীচীন হবে না। এ অবস্থায় প্রয়োজন অর্থবহ সংলাপ। এর ব্যবস্থা সরকারকেই করতে হবে।'

বিজ্ঞাপন

শনিবার মগবাজারে আল-ফালাহ মিলনায়তনে জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শূরার অধিবেশনে উদ্বোধনী বক্তব্যে তিনি এসব কথা বলেন। জামায়াত আমির বলেন, 'গত কয়েকদিনের ঘটে যাওয়া ঘটনায় আমরা বিচলিত না হয়ে সতর্ক দৃষ্টি রাখছি। নির্বাহী পরিষদের বৈঠক করে সরকারকে সর্বদলীয় সংলাপ আয়োজনের আহ্বান জানিয়েছি। আমরা রাজনৈতিক দলগুলোর সঙ্গে পারস্পরিক আলোচনার মাধ্যমে সমাধানের উদ্যোগ নিয়েছি।'

ডা. শফিকুর রহমান বলেন, 'নির্বাচন ও সংস্কারের রোডম্যাপ দেওয়ার জন্য সরকারকে অনেকবার বলেছি। কিন্তু এখন পর্যন্ত রোডম্যাপ ঘোষণা না করায় জনগণের মধ্যে সন্দেহ ও সংশয় দেখা দিয়েছে। এই রোডম্যাপ ঘোষণা করলে আস্থা ফিরে আসবে। মানবিক করিডোরের বিষয়ে জাতীয় স্বার্থ বজায় রেখে ভেবে চিন্তে দেখা এবং রাজনৈতিক দল ও বিশেষজ্ঞদের সঙ্গে বসার পরামর্শ দেন তিনি। একইসঙ্গে চট্টগ্রাম বন্দরের ব্যবস্থার বিষয়েও হঠাৎ করে সিদ্ধান্ত না নেয়ার আহ্বান জানান।'

জামায়াত আমির বলেন, 'সেনাবাহিনী আমাদের গর্ব। সেনাবাহিনীকে নিয়ে যে কোনো মন্তব্য করা থেকে বিরত থাকা উচিত। কারণ সেনাবাহিনীকে বিতর্কিত করলে দেশ বড় ঝুঁকিতে পড়বে।' সাংবাদিকদের প্রসঙ্গে তিনি বলেন, 'আপনারা সমাজের অত্যন্ত গুরুত্বপূর্ণ অঙ্গ। আসুন আমরা কালোকে কালো এবং সাদাকে সাদা বলি।'

নিজ দলের দায়িত্বশীলদের প্রতি আহ্বান জানিয়ে বলেন, 'সব ক্ষেত্রে আমাদের দায়িত্বশীল আচরণ করতে হবে। সকল ব্যাপারে সজাগ ও সতর্ক থাকতে হবে। সর্বস্তরের নেতাকর্মীকে সমাজের শান্তি-শৃঙ্খলা বজায় রাখার ব্যাপারে দিক নির্দেশনা দিতে হবে।'

জামায়াত আমির ডা. শফিকুর রহমানের সভাপতিত্বে কেন্দ্রীয় মজলিসে শূরার ষান্মাসিক অধিবেশনে দলের নায়েবে আমির, ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল, সহকারী সেক্রেটারি জেনারেলসহ কেন্দ্রীয় নেতৃবৃন্দ এবং কেন্দ্রীয় মজলিসে শূরার (পুরুষ ও মহিলা) সদস্যরা উপস্থিত ছিলেন।

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত