আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

মায়ের খোঁজ নিতে এভারকেয়ারে তারেক রহমান

আমার দেশ অনলাইন

মায়ের খোঁজ নিতে এভারকেয়ারে তারেক রহমান

রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াকে দেখে তার স্বাস্থ্যের খোঁজ নিয়েছেন বড় ছেলে ও দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

রোববার রাত ১০টা ৫৭ মিনিটে তিনি বসুন্ধরার এই হাসপাতালে পৌঁছান। তিনি চিকিৎসকদের সঙ্গে কথা বলেন এবং মায়ের চিকিৎসা সম্পর্কে অবহিত হন। পরে রাত ১২টার পর পরই হাসপাতাল ত্যাগ করেন তারেক রহমান।

বিজ্ঞাপন

এর আগে গত বৃহস্পতিবার লন্ডন থেকে ফেরার পর মাকে দেখতে হাসপাতালে গিয়েছিলেন তারেক রহমান। এরপর শনিবারও হাসপাতালে যান তিনি।

এদিকে রোববার রাত ৮টা ২৩ মিনিটে হাসপাতালে যান খালেদা জিয়ার বড় পুত্রবধূ ডা. জুবাইদা রহমান। এর ১০ মিনিট পর হাসপাতালে যান তারেক রহমানের শাশুড়ি ইকবাল মান্দ বানু। এ ছাড়া হাসপাতালে যান খালেদা জিয়ার বড় বোন সেলিনা ইসলামও।

৮০ বছর বয়সী খালেদা জিয়া দীর্ঘদিন ধরে হৃদ্‌রোগ, ডায়াবেটিস, আর্থ্রাইটিস, লিভার সিরোসিস, কিডনির জটিলতাসহ নানা শারীরিক জটিলতায় ভুগছেন। শ্বাসকষ্ট দেখা দিলে গত ২৩ নভেম্বর দ্রুত তাকে এভারকেয়ার হাসপাতালে নেওয়া হয়। মেডিকেল বোর্ডের দেশি-বিদেশি বিশেষজ্ঞ চিকিৎসকের তত্ত্বাবধানে সাবেক এই প্রধানমন্ত্রীর চিকিৎসা চলছে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন