আমার দেশ অনলাইন
রবিউল আউয়াল মাস উপলক্ষে অনলাইন বইমেলার আয়োজন করেছে দেশের অন্যতম জনপ্রিয় অনলাইন বুকশপ Wafilife (ওয়াফিলাইফ)। মেলা চলবে ৮ সেপ্টেম্বর থেকে ৩০ সেপ্টেম্বর পর্যন্ত।
রাসুলুল্লাহ (সা.)-এর ভালোবাসায় নিবেদিত হয়ে ‘ওয়াফিলাইফ রবিউল আউয়াল বইমেলা’র আয়োজন করা হয়েছে। রাসুলুল্লাহ (সা.)-এর জীবনভিত্তিক বইগুলোতে পাওয়া যাবে ৬৫% পর্যন্ত ছাড়। এছাড়া প্রোমোকোড ব্যবহারে অতিরিক্ত ছাড় এবং বিভিন্ন ধরনের উপহার পাওয়া যাবে।
এ বিষয়ে ওয়াফিলাইফের সিইও রুবায়াত আসিরুল বারি বলেন, সাধারণত এই মাসে ঢাকাতে বিভিন্ন বইমেলার আয়োজন করা হলেও দেশের অন্যান্য জেলার পাঠকরা এ ধরনের সুযোগ থেকে বঞ্চিত হন। তাই ওয়াফিলাইফ দেশের ৬৪ জেলার মানুষের কাছে নবীজি (সা.)-কে জানার আহ্বান জানিয়ে এই বিশেষ মেলার উদ্যোগ নিয়েছে। এখানে আমাদের মূল লক্ষ্য হলো, ঘরে বসেই সারা দেশের বইপ্রেমীরা মানসম্মত ইসলামিক বই, বিশেষ করে সিরাতবিষয়ক বইগুলো পেয়ে যায়।
ওয়াফিলাইফের এই অনলাইন বইমেলা একদিকে যেমন দেশের সব অঞ্চলের পাঠকদেরকে বই কেনার সুযোগ করে দিচ্ছে, তেমনি নবীজি (সা.)-এর জীবন ও আদর্শ সম্পর্কে জানার এক বিশেষ সুযোগ তৈরি করছে। ঘরে বসে, ক্যাশ অন ডেলিভারিতে, কোনো ঝামেলা ছাড়াই পছন্দের বই কিনতে আগ্রহীদের জন্য এটি একটি দারুণ উদ্যোগ।
ওয়াফিলাইফ বাংলাদেশের একটি স্বনামধন্য অনলাইন প্ল্যাটফর্ম। ২০১৫ সালে যাত্রা শুরু করা এই প্রতিষ্ঠানটি দেশের প্রায় সব বিখ্যাত ইসলামি প্রকাশনীর বই নিয়ে কাজ করে। এছাড়া ভর্তিগাইড, চাকরি প্রস্তুতি বিষয়ক বই, গল্প-উপন্যাস থেকে শুরু করে বিভিন্ন বিষয়ের ওপর তাদের রয়েছে বইয়ের বিশাল সংগ্রহ। রয়েছে লাইফস্টাইল ও ফুড পণ্য।
রবিউল আউয়াল মাস উপলক্ষে অনলাইন বইমেলার আয়োজন করেছে দেশের অন্যতম জনপ্রিয় অনলাইন বুকশপ Wafilife (ওয়াফিলাইফ)। মেলা চলবে ৮ সেপ্টেম্বর থেকে ৩০ সেপ্টেম্বর পর্যন্ত।
রাসুলুল্লাহ (সা.)-এর ভালোবাসায় নিবেদিত হয়ে ‘ওয়াফিলাইফ রবিউল আউয়াল বইমেলা’র আয়োজন করা হয়েছে। রাসুলুল্লাহ (সা.)-এর জীবনভিত্তিক বইগুলোতে পাওয়া যাবে ৬৫% পর্যন্ত ছাড়। এছাড়া প্রোমোকোড ব্যবহারে অতিরিক্ত ছাড় এবং বিভিন্ন ধরনের উপহার পাওয়া যাবে।
এ বিষয়ে ওয়াফিলাইফের সিইও রুবায়াত আসিরুল বারি বলেন, সাধারণত এই মাসে ঢাকাতে বিভিন্ন বইমেলার আয়োজন করা হলেও দেশের অন্যান্য জেলার পাঠকরা এ ধরনের সুযোগ থেকে বঞ্চিত হন। তাই ওয়াফিলাইফ দেশের ৬৪ জেলার মানুষের কাছে নবীজি (সা.)-কে জানার আহ্বান জানিয়ে এই বিশেষ মেলার উদ্যোগ নিয়েছে। এখানে আমাদের মূল লক্ষ্য হলো, ঘরে বসেই সারা দেশের বইপ্রেমীরা মানসম্মত ইসলামিক বই, বিশেষ করে সিরাতবিষয়ক বইগুলো পেয়ে যায়।
ওয়াফিলাইফের এই অনলাইন বইমেলা একদিকে যেমন দেশের সব অঞ্চলের পাঠকদেরকে বই কেনার সুযোগ করে দিচ্ছে, তেমনি নবীজি (সা.)-এর জীবন ও আদর্শ সম্পর্কে জানার এক বিশেষ সুযোগ তৈরি করছে। ঘরে বসে, ক্যাশ অন ডেলিভারিতে, কোনো ঝামেলা ছাড়াই পছন্দের বই কিনতে আগ্রহীদের জন্য এটি একটি দারুণ উদ্যোগ।
ওয়াফিলাইফ বাংলাদেশের একটি স্বনামধন্য অনলাইন প্ল্যাটফর্ম। ২০১৫ সালে যাত্রা শুরু করা এই প্রতিষ্ঠানটি দেশের প্রায় সব বিখ্যাত ইসলামি প্রকাশনীর বই নিয়ে কাজ করে। এছাড়া ভর্তিগাইড, চাকরি প্রস্তুতি বিষয়ক বই, গল্প-উপন্যাস থেকে শুরু করে বিভিন্ন বিষয়ের ওপর তাদের রয়েছে বইয়ের বিশাল সংগ্রহ। রয়েছে লাইফস্টাইল ও ফুড পণ্য।
মক্কার মসজিদুল হারামের অন্যতম পবিত্র স্থান হাতিম। কাবার মূল কাঠামোর অংশ হিসেবে বিবেচিত এ স্থানটি মুসল্লিদের জন্য অত্যন্ত সম্মানিত ও নামাজ আদায়ের আকাঙ্ক্ষিত জায়গা। এখানে শৃঙ্খলাপূর্ণ উপায়ে ইবাদত নিশ্চিত করতে পুরুষ ও নারী উভয়ের জন্য আলাদা সময় নির্ধারণ করেছে কর্তৃপক্ষ।
১৭ ঘণ্টা আগেখাদ্যগ্রহণ যেমন ক্ষুধা মেটানোর জন্য অপরিহার্য, প্রাত্যহিক জীবনের অংশ হিসেবে খাদ্যগ্রহণের ক্ষেত্রে উত্তম সংস্কৃতি ও শিষ্টাচার অনুসরণ করাও গুরুত্বপূর্ণ। মানুষ যা খায়, যেভাবে খায়—তা তার চরিত্র, নীতি ও রুচির পরিচয় বহন করে। তাই ইসলাম আমাদের খাওয়ার উত্তম সংস্কৃতি ও শিষ্টাচার শিখিয়েছে।
২ দিন আগেসম্প্রতি ইসলামি আলোচক আমীর হামজা আল্লাহর রাসুল (সা.)–কে ‘সাংবাদিক’ বলেছেন। তিনি যুক্তি দিয়েছেন, যেহেতু নবী (সা.) ছিলেন আল্লাহর বার্তাবাহক, তাই রূপক অর্থে তাঁকে সাংবাদিক বলা যেতে পারে। কিন্তু বাস্তবে এই তুলনা ইসলামি দৃষ্টিকোণ থেকে বিভ্রান্তিকর এবং রাসুলের মর্যাদার পরিপন্থী।
৫ দিন আগেআমাদের সমাজে বেশ পরিচিত দুটি শব্দ হলো অলি-আওলিয়া। বাঙালি মুসলমান সমাজে সাধারণত মুসলমানদের একটি বিশেষ শ্রেণিকে অলি-আওলিয়া মনে করা হয়। অলি-আওলিয়াদের বিশেষ মর্যাদা ও ক্ষমতা আছে এমন বিশ্বাসও সাধারণ মুসলমানদের রয়েছে।
৫ দিন আগে