সিরাতের বই নিয়ে ওয়াফিলাইফের সুখবর

আমার দেশ অনলাইন
প্রকাশ : ০৮ সেপ্টেম্বর ২০২৫, ১৮: ০৬
আপডেট : ০৮ সেপ্টেম্বর ২০২৫, ১৯: ০৮

রবিউল আউয়াল মাস উপলক্ষে অনলাইন বইমেলার আয়োজন করেছে দেশের অন্যতম জনপ্রিয় অনলাইন বুকশপ Wafilife (ওয়াফিলাইফ)। মেলা চলবে ৮ সেপ্টেম্বর থেকে ৩০ সেপ্টেম্বর পর্যন্ত।

বিজ্ঞাপন

রাসুলুল্লাহ (সা.)-এর ভালোবাসায় নিবেদিত হয়ে ‘ওয়াফিলাইফ রবিউল আউয়াল বইমেলা’র আয়োজন করা হয়েছে। রাসুলুল্লাহ (সা.)-এর জীবনভিত্তিক বইগুলোতে পাওয়া যাবে ৬৫% পর্যন্ত ছাড়। এছাড়া প্রোমোকোড ব্যবহারে অতিরিক্ত ছাড় এবং বিভিন্ন ধরনের উপহার পাওয়া যাবে।

এ বিষয়ে ওয়াফিলাইফের সিইও রুবায়াত আসিরুল বারি বলেন, সাধারণত এই মাসে ঢাকাতে বিভিন্ন বইমেলার আয়োজন করা হলেও দেশের অন্যান্য জেলার পাঠকরা এ ধরনের সুযোগ থেকে বঞ্চিত হন। তাই ওয়াফিলাইফ দেশের ৬৪ জেলার মানুষের কাছে নবীজি (সা.)-কে জানার আহ্বান জানিয়ে এই বিশেষ মেলার উদ্যোগ নিয়েছে। এখানে আমাদের মূল লক্ষ্য হলো, ঘরে বসেই সারা দেশের বইপ্রেমীরা মানসম্মত ইসলামিক বই, বিশেষ করে সিরাতবিষয়ক বইগুলো পেয়ে যায়।

ওয়াফিলাইফের এই অনলাইন বইমেলা একদিকে যেমন দেশের সব অঞ্চলের পাঠকদেরকে বই কেনার সুযোগ করে দিচ্ছে, তেমনি নবীজি (সা.)-এর জীবন ও আদর্শ সম্পর্কে জানার এক বিশেষ সুযোগ তৈরি করছে। ঘরে বসে, ক্যাশ অন ডেলিভারিতে, কোনো ঝামেলা ছাড়াই পছন্দের বই কিনতে আগ্রহীদের জন্য এটি একটি দারুণ উদ্যোগ।

ওয়াফিলাইফ বাংলাদেশের একটি স্বনামধন্য অনলাইন প্ল্যাটফর্ম। ২০১৫ সালে যাত্রা শুরু করা এই প্রতিষ্ঠানটি দেশের প্রায় সব বিখ্যাত ইসলামি প্রকাশনীর বই নিয়ে কাজ করে। এছাড়া ভর্তিগাইড, চাকরি প্রস্তুতি বিষয়ক বই, গল্প-উপন্যাস থেকে শুরু করে বিভিন্ন বিষয়ের ওপর তাদের রয়েছে বইয়ের বিশাল সংগ্রহ। রয়েছে লাইফস্টাইল ও ফুড পণ্য।

অসদাচারণের দায়ে টঙ্গী পাইলট স্কুলের ভারপ্রাপ্ত অধ্যক্ষকে শোকজ

জরুরি অবস্থা জারি করলেন পেরুর প্রেসিডেন্ট

গুম-খুনে জড়িত ১৫ সেনা কর্মকর্তা চাকরিচ্যুত। ট্রাইব্যুনালে হাজির। সাবজেলে প্রেরণ

এবার ১ টাকায় গরুর মাংস বিতরণের ঘোষণা সেই এমপি প্রার্থীর

অভিযুক্ত সেনা কর্মকর্তাদের বহন করা সেই প্রিজন ভ্যানে কী আছে

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত