তাকওয়া মানুষের মধ্যে ন্যায়-অন্যায় ও সত্য-মিথ্যার পার্থক্য করার শক্তি জাগ্রত করে। পার্থিব ও পরকালীন জীবনে মানুষের সফলতা লাভের প্রধান অবলম্বন তাকওয়া। এর অর্থ আল্লাহর ভয়ে নিষিদ্ধ বস্তুগুলো থেকে দূরে থাকা।
বিজ্ঞাপন
জীবনে যে ১২ পরিবর্তন আনে তাকওয়া
- গুনাহ থেকে বিরত রাখে
- চরিত্র ও নৈতিকতা উন্নত করে
- সততা ও ন্যায়বিচার প্রতিষ্ঠা করে
- আত্মনিয়ন্ত্রণ শক্তি বৃদ্ধি করে
- ইবাদতে মনোযোগ ও গভীরতা আনে
- মানবিক আচরণে উন্নতি ঘটে
- অহংকার ও হিংসা থেকে মুক্ত রাখে
- আখিরাতের জবাবদিহির প্রস্তুতি তৈরি করে
- দুনিয়ায় শান্তি ও তৃপ্তি এনে দেয়
- সবর (ধৈর্য) ও শোকর (কৃতজ্ঞতা) শেখায়
- হারাম থেকে বাঁচিয়ে হালাল জীবনে অভ্যস্ত করে
- আল্লাহর নৈকট্য ও রহমত অর্জনের পথ সুগম করে

