নামাজ কায়েম ছাড়া দেশে শান্তি আসতে পারে না: মাওলানা অহিদুজ্জামান

স্টাফ রিপোর্টার
প্রকাশ : ২২ আগস্ট ২০২৫, ১৭: ২৭

বাংলাদেশ নামাজ বাস্তবায়ন কমিটির আমির মাওলানা অহিদুজ্জামান বলেছেন, নামাজ কায়েম করা ছাড়া দেশের কোথাও শান্তি আসতে পারে না। দেশের সর্বত্রই শান্তি প্রতিষ্ঠার জন্য সংসদ থেকে রান্নাঘর পর্যন্ত নামাজ কায়েম করতে হবে।

বিজ্ঞাপন

তিনি বলেন, কোরআনের শিক্ষা সকল শিক্ষা প্রতিষ্ঠানে বাধ্যতামূলক না করার কারণে সারাদেশ জেনা ব্যাবিচার ও পাপে পরিপূর্ণ হয়ে গেছে। তাই রাষ্ট্রপতি থেকে শুরু করে সবাইকে রাব্বুল আলামীনের দরবারে তাওবা করতে হবে। তাহলেই দেশ পাপমুক্ত হবে। বিশ্ব মুসলিম ঐক্য গড়ে ফিলিস্তিন স্বাধীন করে বায়তুল মোকাদ্দাস মুক্ত করতে হবে।

শুক্রবার বাদ জুমা জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের উত্তর গেটে ৪ দফা দাবিতে আয়োজিত সমাবেশে সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

এসময় আরো বক্তব্য রাখেন, বাংলাদেশ খেলাফত আন্দোলনের মহাসচিব মুফতি ফখরুল ইসলাম, মাওলানা খন্দকার মাহবুবুল হক, শায়খুল হাদীস আল্লামা আবুল কাসেম কাসেমী, মাওলানা মুহাম্মাদ হোসাইন আকন্দ, মাওলানা মেবাশশ্বির আহমাদ, মাওলানা ইবরাহীম বিন আলী, মাওলানা শফিকুল ইসলাম, মাওলানা মুজাম্মেল হক, মাওলানা আব্দুল হান্নান, মাওলানা নজির আলী ও মাওলানা ফোরকান প্রমুখ।

মুফতি ফখরুল ইসলাম বলেন পৃথিবীর যে সকল দেশে রাষ্ট্রীয় ভাবে নামাজ কায়েম আছে তুলনামূলকভাবে অন্য দেশের তুলনায় সে সকল দেশে অপরাধ কম।

আমাদের বাংলাদেশেও যদি রাষ্ট্রীয়ভাবে নামাজ কায়েম করা হয় তাহলে খুন, ধর্ষণ, জেনা ব্যাবিচার বিশেষ করে আমাদের এ দেশ দুর্নীতি মুক্ত হবে ইনশাআল্লাহ। আগামী নির্বাচনে দেশের মানুষ যদি বেনামাজি ব্যক্তিদের বাদ দিয়ে নামাজি পরহেজগার ব্যক্তিদের ভোট দিয়ে জনপ্রতিনিধি বানায় তাহলে এ দেশ সোনার দেশে পরিণত হবে।

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত