শিশু-কিশোর সিরাতপাঠ

মুতিউল মুরসালিন
প্রকাশ : ১৫ আগস্ট ২০২৫, ০৯: ১৮

মুমিন জীবনের অন্যতম দায়িত্ব হলো আল্লাহর রাসুল (সা.)-কে অনুসরণ করা। আর তাকে যথাযথভাবে অনুসরণের জন্য তার মহিমান্বিত জীবনী—সিরাত—অধ্যয়ন অপরিহার্য। সিরাতপাঠ যত গভীর হবে, রাসুলের প্রতি ভালোবাসা ও আনুগত্য ততই বৃদ্ধি পাবে।

বিজ্ঞাপন

দুঃখজনক হলেও সত্য, আমাদের সমাজে সিরাত চর্চা খুব সীমিত পরিসরে হয়ে থাকে; বিশেষত শিশু-কিশোরদের ক্ষেত্রে এ বিষয়ে আমরা প্রায় উদাসীন। অথচ সালাফে সালেহীন নতুন প্রজন্মকে কোরআনের মতোই নবীজির জীবনী শেখাতেন। সাদ ইবনে আবি ওয়াক্কাস (রা.) বলেন, ‘আমরা আমাদের সন্তানদের নবীজির জীবনের গল্প এমনভাবে শেখাতাম, যেমনভাবে কোরআনের সুরা শেখানো হয়।’

নতুন প্রজন্মের হৃদয়ে রাসুলপ্রেম সঞ্চার এবং সিরাত অধ্যয়নে উদ্বুদ্ধ করার উদ্দেশ্যে সুলেখক সাদিকুর রাহমান রচনা করেছেন ‘শিশু-কিশোর সিরাতপাঠ’। সহজ, প্রাঞ্জল ও বয়সোপযোগী ভাষায় লিখিত এ গ্রন্থে নবীজির জীবনের গুরুত্বপূর্ণ প্রায় সব দিক সংক্ষেপে উপস্থাপন করা হয়েছে ১০টি অধ্যায়ে। বইটির প্রতিটি অধ্যায়ে রয়েছে বর্ণনামূলক পাঠের পাশাপাশি সংক্ষিপ্ত প্রশ্নোত্তর এবং ‘পাঠচর্চা’ শিরোনামে অনুশীলনমূলক কাজ, যা শিক্ষার্থীদের সক্রিয় অংশগ্রহণ নিশ্চিত করবে। এছাড়া, পুনরাবৃত্তি ও আত্মমূল্যায়নের জন্য গ্রন্থের শেষে সংযোজন করা হয়েছে ৬৫টি বহুনির্বাচনি প্রশ্ন।

যদিও গ্রন্থটি আকারে সংক্ষিপ্ত, তথ্যগতভাবে এটি সমৃদ্ধ ও উপযোগী। সিয়ানাহ ট্রাস্টের উদ্যোগে ‘সিলেট বিভাগীয় মসজিদভিত্তিক সিরাত প্রতিযোগিতা’কে সামনে রেখে বইটি প্রকাশিত হলেও, বাংলাভাষী যেকোনো অঞ্চলের শিশু-কিশোরদের সিরাত শিক্ষায় এটি কার্যকর সহায়ক হতে পারে। সিরাত প্রতিযোগিতা আয়োজনের ক্ষেত্রেও বইটি হতে পারে একটি নির্ভরযোগ্য পাঠ্য।

সাদিকুর রাহমানের সুন্দর উপস্থাপনা ও প্রাঞ্জল বর্ণনা এই গ্রন্থকে শিশু-কিশোরদের জন্য হৃদয়গ্রাহী করে তুলেছে। আশা করা যায়, ‘শিশু-কিশোর সিরাতপাঠ’ নতুন প্রজন্মের হৃদয়ে রাসুলপ্রেম জাগাতে এবং সিরাত চর্চার ধারা প্রসারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে, ইনশাআল্লাহ।

এক নজরে

  • বইয়ের নাম : শিশু-কিশোর সিরাতপাঠ
  • লেখক : সাদিকুর রাহমান
  • প্রচ্ছদ : নাওয়াজ মারজান
  • প্রকাশক : সিয়ানাহ ট্রাস্ট
  • পৃষ্ঠা সংখ্যা : ৬৪
  • মূল্য : ৬০ টাকা
  • পরিবেশক : মাকতাবাতুশ শামস, সিলেট
  • বইয়ের জন্য যোগাযোগ : ০১৭৮০৭৬০৪৪৩

ইসলামী আন্দোলনের সঙ্গে আইআরআই প্রতিনিধি দলের বৈঠক

শুক্র-শনিবারও চলবে বিমানবন্দরের শুল্কায়ন কার্যক্রম

প্রধান উপদেষ্টার আদেশে জুলাই সনদের আইনি রূপ দিতে হবে

নভেম্বরের মধ্যে তিস্তা মহাপরিকল্পনা শুরুর দাবিতে অবস্থান কর্মসূচি

আইআরআই’র সঙ্গে নির্বাচনের প্রক্রিয়া ও ইসির নিরপেক্ষতা নিয়ে আলোচনা এনসিপির

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত