ধর্মীয় মূল্যবোধ মানব চরিত্রকে পূর্ণতা দেয়: ধর্ম উপদেষ্টা

বিশেষ প্রতিনিধি
প্রকাশ : ০৪ জুলাই ২০২৫, ২০: ৪৪

ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন বলেন, সমাজের প্রতিটি সদস্য যদি ধর্ম চর্চা ও ধর্ম অনুশীলনে মনোযোগী হয় তাহলে অপরাধপ্রবণতা হ্রাস পাবে।

ধর্ম উপদেষ্টা শুক্রবার চট্টগ্রামের হাটহাজারী, রাউজান ও রাঙ্গুনিয়া উপজেলায় মডেল মসজিদের ভিত্তিপ্রস্তর স্থাপন ও ২ টি মসজিদ উদ্বোধন করেন। এই মসজিদ নির্মাণে প্রায় ৪০ কোটি টাকা ব্যয় হবে। ধর্মমন্ত্রণালয়ের অধীনে ইসলামিক ফাউন্ডেশন সারা দেশে ৫৬৪ টি মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র নির্মাণ করছে।

হাটহাজারীতে আয়োজিত অনুষ্ঠানে মুনাজাত পরিচালনা করেন হাটহাজারী মাদ্রাসার শায়খুল হাদীস আল্লামা শেখ আহমদ। উপস্থিত ছিলেন হাটহাজারী মাদ্রাসার প্রধান পরিচালক মাওলানা খলিল আহমদ কাসেমী, মাওলানা মাহমুদুল হাসান ফতেহপুরী। ধর্ম মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মু. আ. আউয়াল হাওলাদার, ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক জনাব আ. ছালাম খান ও প্রকল্প পরিচালক মো. শহীদুল আলম।

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত