তাজিয়া-মাতমের সূচনা যেভাবে

মাহমুদ হাসান ফাহিম
প্রকাশ : ০৪ জুলাই ২০২৫, ০৯: ২১

আশুরাকে কেন্দ্র করে তাজিয়া মিছিল, মাতমসহ শিয়া অধ্যুষিত এলাকাগুলোয় যেসব কার্যকলাপ হয়, ইসলামি শরিয়তে এর সবগুলোই নিষেধ। আশ্চর্যের বিষয় হলো, শিয়াদের কাছেও এ কথা স্বীকৃত, মাতমের এই পদ্ধতি শিয়া ধর্মে বিদাত।

বিজ্ঞাপন

সায়্যিদুনা হোসাইন বিন আলি (রা.)-এর শাহাদাতের পর থেকে ৩০০ বছর পর্যন্ত ১০ মহররমে কান্নাকাটি, আহাজারি, চিৎকার ও বুক চাপড়ানোর প্রথার কোনো অস্তিত্ব ছিল না। ৩৫২ হিজরিতে মুইজজুদ দাওলা দাইলামি নামক জনৈক শিয়া দশ মহররমে বাগদাদে এই মাতমের প্রচলন শুরু করে। এরপর হিজরি ৩৬৩ সনে আল-মুইজজু লিদিনিল্লাহি ফাতিমি নামক কট্টর শিয়া মিসরেও এর হুকুম জারি করে।

সত্যান্বেষী ইতিহাসবিদদের থেকে এসবের বিবরণ পাওয়া যায়। মুসলিম ঐতিহাসিক ইমাম ইবনুল আসির (রহ.) রচিত ‘আল-কামেল ফিত তারিখ’ (৭/২৭৯), ইমাম ইবনে কাসির (রহ.) রচিত ‘আল-বিদায়া ওয়ান নিহায়া’ ১৫/২৬১-এ ৩৫২ হিজরির বর্ণিত ঘটনাবলি ও নিকট অতীতের লেখক হজরত মাওলানা হাবিবুর রহমান আজমি (রহ.) রচিত ‘ইবতালে আজাদারি’ কিতাবেও এর সুস্পষ্ট বিবরণ পাওয়া যায়।

শিয়া লেখক আমির আলি শিয়া তার ‘স্পিরিট অব ইসলাম’ বইয়ে সুস্পষ্টভাবে লিখেছেন—

Muiz ud-dowla also instituted the yeum-i-aashura, the day of mourning, in commemoration of the martyr-dom of Hussain and his family on the plains of kerbela.

মুইজ-উদ-দৌলা কারবালার সমতল ভূমিতে হোসাইন ও তার পরিবারের শহীদদের স্মরণে মহররমের দশম দিনকে শোকের দিন হিসেবে এবং প্রতিষ্ঠা করেছিলেন। তিনি তার দ্বিতীয় বই ‘হিস্ট্রি অব দ্য সারাসেনস’-এ লিখেছেন—

He was a shiah; and it was he who established the 10th day of the moharram as a day of mourning in commemoration of the massacre of kerbala.

তিনি শিয়া ছিলেন, তিনিই কারবালার গণহত্যার স্মরণে মহররমের দশতম (আশুরার দিনকে) দিনটিকে শোকের দিন হিসেবে প্রতিষ্ঠা করেছিলেন। শিয়া ঐতিহাসিক শাকির হুসাইন নাকভির কিতাবেও এসবের প্রমাণ পাওয়া যায়। (মুজাহিদে আজম : ৩৩২)

বিষয়:

আশুরা

সাব-জেলে অভিযুক্ত সেনা কর্মকর্তারা, সরকারের কাছে যে আহ্বান জানালেন ব্যারিস্টার আরমান

অসদাচারণের দায়ে টঙ্গী পাইলট স্কুলের ভারপ্রাপ্ত অধ্যক্ষকে শোকজ

জরুরি অবস্থা জারি করলেন পেরুর প্রেসিডেন্ট

গুম-খুনে জড়িত ১৫ সেনা কর্মকর্তা চাকরিচ্যুত। ট্রাইব্যুনালে হাজির। সাবজেলে প্রেরণ

এবার ১ টাকায় গরুর মাংস বিতরণের ঘোষণা সেই এমপি প্রার্থীর

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত