মিম্বরের পয়গাম

খতিব ও আলোচকদের উপকারী গ্রন্থ

আবদুল্লাহ মারুফ
প্রকাশ : ০৮ আগস্ট ২০২৫, ১০: ৪২

মসজিদের মিম্বর জাতির দিকনির্দেশনার অন্যতম কেন্দ্র। আলেমরা এটি আম্বিয়ায়ে কেরামের উত্তরাধিকারসূত্রে প্রাপ্ত । এখানে বসে সঠিক ইসলামের বাণীগুলো প্রচার করেন খতিব সাহেবান। কোনো মসজিদের ইমাম ও খতিব যদি সচেতন হন, একটু উদ্যোগী ও কর্মঠ হন, তাহলে সেই মসজিদের মহল্লার চিত্র পুরোটাই বদলে যায়। সেখানে ইলমের চর্চা বাড়ে, আমলের চর্চা বাড়ে। বয়োবৃদ্ধ থেকে শুরু করে শিশুরা পর্যন্ত অবতীর্ণ হয় প্রতিযোগিতায়—কার আগে কে এগিয়ে যাবে ভালো কাজে। এভাবে মসজিদটিই হয়ে উঠে একটি ‘প্রাণবন্ত পাঠশালা’।

বিজ্ঞাপন

নিয়মিত মুসল্লি ছাড়াও যারা কেবল জুমা পড়তে আসেন, তারাও শেখেন অনেক কিছু। খতিব যখন কোরআন ও হাদিসের টেক্সট বা নুসুস দিয়ে বয়ান করেন, তখন মুসল্লিদের মাঝে এর প্রভাব পড়ে। তারা ইসলামি জ্ঞানের বেসিকটা শিখতে পারেন খুব অথেনটিকভাবে। সেজন্য খতিব সাহেবের বয়ান নুসুসনির্ভর হওয়াটা বাঞ্ছনীয়।

এসব মাথায় রেখেই বাজারে এসেছে খতিবদের সুবিধার্থে নুসুস বা দলিলনির্ভর অনবদ্য রচনা ‘মিম্বরের পয়গাম’ নামের বই। এটি রচনা করা হয়েছে একজন খতিবের জুমার বয়ান থেকে। মুফতি হাসানুজ্জামান একজন দায়িত্বশীল খতিব। তিনি অনেক পরিশ্রম করে কোরআন ও হাদিসের তথ্য দিয়ে প্রতিটি বয়ান সাজিয়েছেন। আরবি মাস অনুযায়ী বয়ানগুলো সাজানো হয়েছে। একজন খতিব চাইলেই খুব সহজে নির্দিষ্ট মাসের বয়ানটি কোরআন ও হাদিসের রেফারেন্সের আলোকে সাজিয়ে নিতে পারবেন।

এই বইটি প্রকাশের পর বিজ্ঞজনেরা উচ্ছ্বাস প্রকাশ করেছেন। বেফাকুল মাদারিসিল আরাবিয়া বাংলাদেশ-এর মহাসচিব ও জামিয়া রাহমানিয়া আরাবিয়ার সুযোগ্য মুহতামিম মাওলানা মাহফুজুল হক বলেন, ‘কোরআন-হাদিস ও হকের বাণী মানুষের কাছে পৌঁছে দেওয়ার অন্যতম একটি মাধ্যম হলো মসজিদের মিম্বর। এখান থেকে একজন খতিব বুদ্ধিদীপ্ত আলোচনার মাধ্যমে মুসল্লিদের হৃদয়ে ঈমান ও ইসলামের বীজ বপন করতে পারেন, মানুষকে দিতে পারেন সঠিক পথের দিশা। আর এ ক্ষেত্রে কোরআন ও হাদিসের আলোকে সাজানো সহজ-সরল আলোচনা বেশ ভূমিকা রাখে। তথ্য ও বিষয়বস্তুর বিন্যাস এবং শক্তিশালী রেফারেন্স ছাড়া শুধু আবেগি কথাবার্তা দিয়ে আলোচনা করা হলে অনেক সময় মানুষের মাঝে ইসলাম সম্পর্কে ভুল ধারণা তৈরি হয়।

এজন্য মিম্বরগুলোয় শরিয়তের মূল উৎস থেকে আহরিত তথ্য ও তত্ত্বভিত্তিক আলোচনা হওয়াটা খুবই জরুরি বিষয়। তবে সবার পক্ষে যেহেতু কোরআন ও হাদিস ঘেঁটে সমাজের জন্য প্রয়োজনীয় তথ্যগুলোর সুন্দর বিন্যাস করা সম্ভব হয় না এবং সেই সুযোগও নেই অনেকের, তাই এজন্য কিছু মানুষের এগিয়ে আসা দরকার। আমি মনে করি, খতিব, ওয়ায়েজ ও ইসলামি আলোচকদের জন্য ভালো একটি কাজ হয়েছে। এ বই থেকে সর্বস্তরের পাঠকরাও নানাভাবে উপকৃত হতে পারবেন।’

Mimborer-Poigam

খতিব ও ধর্মীয় আলোচকদের জন্য উপকারী চমৎকার এই বইটি প্রকাশ করেছে ‘সীরাতকেন্দ্র’-এর প্রকাশনা বিভাগ। বিশিষ্ট লেখক মুফতি আমীর ইবনে আহমদের দক্ষ সম্পাদনায় প্রায় ৭৫০ পৃষ্ঠার বইটি হয়ে উঠেছে আরো প্রাঞ্জল, আরো সাবলীল। আপনার বয়ানকে তথ্যসমৃদ্ধ ও দলিলনির্ভর করতে বইটি আজই সংগ্রহ করুন ।

বইয়ের নাম : মিম্বরের পয়গাম

লেখক : মুফতি হাসানুজ্জামান

সম্পাদক : আমীর ইবনে আহমদ

পৃষ্ঠা সংখ্যা : ৭২০

মুদ্রিত মূল্য : ১১০০

প্রকাশনায় : সীরাতকেন্দ্র

পরিবেশক : পুনরায় প্রকাশন, কওমি মার্কেট, বাংলাবাজার, ঢাকা

যোগাযোগ : ০১৭১৫ ৯৪৩৮৯৫ (হোয়াটসঅ্যাপ)

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত