রাষ্ট্রীয় আমন্ত্রণে ইরান যাচ্ছেন বাংলাদেশি কারি মাহবুবুর রহমান

ডেস্ক রিপোর্ট
প্রকাশ : ২৪ জানুয়ারি ২০২৫, ১৪: ৫৭
আপডেট : ২৪ জানুয়ারি ২০২৫, ১৫: ০৩

ইরান সরকারের আমন্ত্রণে রাষ্ট্রীয় অনুষ্ঠান ‘বারনামাজে মেহফিলে কোরআনি’তে অতিথি হয়ে যাচ্ছেন বাংলাদেশের কারি মাহবুবুর রহমান। অনুষ্ঠানে পবিত্র কোরআন তেলাওয়াত করবেন তিনি। অনুষ্ঠানটি ইরানের জাতীয় টেলিভিশনে রমজান মাসব্যাপী প্রচার করা হবে। আগামী ২৭ জানুয়ারি ইরানের উদ্দেশে রওনা হবেন মাহবুবুর রহমান।

বিজ্ঞাপন

জানা যায়, বিশ্বের বিভিন্ন দেশ থেকে বিখ্যাত কারিরা অনুষ্ঠানে অংশগ্রহণ করে কোরআন তেলাওয়াত করেন। পুরো রমজান মাস তাদের সুললিত কণ্ঠের তেলাওয়াত দেশটির জাতীয় টেলিভিশনে প্রচার করা হয়। এবার বাংলাদেশ থেকে ইরান সরকারের আমন্ত্রণ পেয়েছেন কারি মাহবুবুর রহমান।

তিনি বলেন, ‘আল্লাহর শুকরিয়া, তিনি আমাকে কোরআনের খেদমত করার তাওফিক দিয়েছেন। আমৃত্যু কোরআনের খেদমতের সঙ্গে থাকতে চাই। বিশ্ব দরবারে ইতিবাচক বাংলাদেশের প্রতিচ্ছবি তুলে ধরতে চাই। সবার কাছে আমার জন্য দোয়া চাই।’

কারি মাহবুবুর রহমান দারুল ইরফান গার্লস মাদরাসা অ্যান্ড ইসলামিক কিন্টারগার্ডেনের প্রতিষ্ঠাতা পরিচালক। বাংলাদেশ সেনাবাহিনীর আজান ও কিরাতের প্রশিক্ষক। এর মধ্যে ভারতের কয়েকটি প্রদেশে আন্তর্জাতিক কিরাত কনফারেন্সে অংশগ্রহণ করেছেন। অনলাইনে দেশ-বিদেশের বহু মানুষকে কোরআন শিক্ষা দিচ্ছেন।

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিষয়:

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত