গোলটেবিল আলোচনায় বক্তারা
স্টাফ রিপোর্টার
মসজিদকে কেবল নামাজ আদায়ের স্থান নয়; বরং সমাজ উন্নয়নের কেন্দ্রবিন্দুতে পরিণত করার আহ্বান জানিয়েছেন ইসলাম বিশেষজ্ঞরা। তারা বলেন, রাসুল (সা.)-এর যুগে মসজিদ ছিল বিচারকেন্দ্র, চিকিৎসাকেন্দ্র এবং শিক্ষা ও সামাজিক কর্মকাণ্ডের প্রধান স্থান। তাই বর্তমান সময়েও মসজিদকে নেতৃত্ব বিকাশ, সমাজ সংস্কার, শিক্ষা ও জনকল্যাণমূলক কার্যক্রমের মূল প্রতিষ্ঠান হিসেবে গড়ে তুলতে হবে।
শনিবার ইন্টারন্যাশনাল ইনস্টিটিউট অব আল-কোরআন রিসার্চ অ্যান্ড লার্নিং, বাংলাদেশের আয়োজনে জাতীয় প্রেস ক্লাবে ‘বাংলাদেশে মাসজিদভিত্তিক গ্রাম এবং সমাজ উন্নয়ন : সমস্যা ও সম্ভাবনা’ শীর্ষক গোলটেবিল আলোচনায় এসব কথা বলেন বক্তারা। এতে সভাপতিত্ব করেন বিশিষ্ট শিক্ষাবিদ ইসলামিক স্কলার ও মিডিয়া ব্যক্তিত্ব ড. ঈসা মোহাম্মদ।
বক্তারা আরো বলেন, মসজিদকে সমাজ উন্নয়নের কেন্দ্রবিন্দুতে পরিণত করতে হবে। মসজিদ হবে সমাজ সংস্কারের পরামর্শস্থল, জ্ঞানচর্চার সূতিকাগার, মুসলিম ভ্রাতৃত্বের কেন্দ্রস্থল এবং জনকল্যাণমূলক সংস্থা। প্রতিটি মসজিদে থাকবে মহিলাদের নামাজের ব্যবস্থা।
ড. ঈসা মোহাম্মদ আগামী মাসে চারটি জুমার বক্তৃতার মধ্যে একটি বক্তৃতা মসজিদের প্রকৃত কার্যক্রম ও ব্যবস্থাপনা বিষয়ে দেওয়ার জন্য সারা দেশের ইমামদের প্রতি অনুরোধ জানান। তিনি আরো বলেন, শিগগির ঈমাম এবং মাসজিদ কমিটির ট্রেনিং শুরু করা হবে।
অন্যদের মধ্যে আলোচনা করেন- প্রফেসর ড. আ ব ম সাইফুল ইসলাম সিদ্দিকী (ইবি), প্রফেসর ড. লোকমান হোসেন (ইবি), প্রফেসর ড. মোজেম হোসেন, ড. সাইদ মোহাম্মদ সাখাওয়াতুল ইসলাম, ড. মো. হেদায়েতুল্লাহ, ড. শাহ মুহাম্মদ খালিদ বিন নাছের প্রমুখ।
মসজিদকে কেবল নামাজ আদায়ের স্থান নয়; বরং সমাজ উন্নয়নের কেন্দ্রবিন্দুতে পরিণত করার আহ্বান জানিয়েছেন ইসলাম বিশেষজ্ঞরা। তারা বলেন, রাসুল (সা.)-এর যুগে মসজিদ ছিল বিচারকেন্দ্র, চিকিৎসাকেন্দ্র এবং শিক্ষা ও সামাজিক কর্মকাণ্ডের প্রধান স্থান। তাই বর্তমান সময়েও মসজিদকে নেতৃত্ব বিকাশ, সমাজ সংস্কার, শিক্ষা ও জনকল্যাণমূলক কার্যক্রমের মূল প্রতিষ্ঠান হিসেবে গড়ে তুলতে হবে।
শনিবার ইন্টারন্যাশনাল ইনস্টিটিউট অব আল-কোরআন রিসার্চ অ্যান্ড লার্নিং, বাংলাদেশের আয়োজনে জাতীয় প্রেস ক্লাবে ‘বাংলাদেশে মাসজিদভিত্তিক গ্রাম এবং সমাজ উন্নয়ন : সমস্যা ও সম্ভাবনা’ শীর্ষক গোলটেবিল আলোচনায় এসব কথা বলেন বক্তারা। এতে সভাপতিত্ব করেন বিশিষ্ট শিক্ষাবিদ ইসলামিক স্কলার ও মিডিয়া ব্যক্তিত্ব ড. ঈসা মোহাম্মদ।
বক্তারা আরো বলেন, মসজিদকে সমাজ উন্নয়নের কেন্দ্রবিন্দুতে পরিণত করতে হবে। মসজিদ হবে সমাজ সংস্কারের পরামর্শস্থল, জ্ঞানচর্চার সূতিকাগার, মুসলিম ভ্রাতৃত্বের কেন্দ্রস্থল এবং জনকল্যাণমূলক সংস্থা। প্রতিটি মসজিদে থাকবে মহিলাদের নামাজের ব্যবস্থা।
ড. ঈসা মোহাম্মদ আগামী মাসে চারটি জুমার বক্তৃতার মধ্যে একটি বক্তৃতা মসজিদের প্রকৃত কার্যক্রম ও ব্যবস্থাপনা বিষয়ে দেওয়ার জন্য সারা দেশের ইমামদের প্রতি অনুরোধ জানান। তিনি আরো বলেন, শিগগির ঈমাম এবং মাসজিদ কমিটির ট্রেনিং শুরু করা হবে।
অন্যদের মধ্যে আলোচনা করেন- প্রফেসর ড. আ ব ম সাইফুল ইসলাম সিদ্দিকী (ইবি), প্রফেসর ড. লোকমান হোসেন (ইবি), প্রফেসর ড. মোজেম হোসেন, ড. সাইদ মোহাম্মদ সাখাওয়াতুল ইসলাম, ড. মো. হেদায়েতুল্লাহ, ড. শাহ মুহাম্মদ খালিদ বিন নাছের প্রমুখ।
মক্কার মসজিদুল হারামের অন্যতম পবিত্র স্থান হাতিম। কাবার মূল কাঠামোর অংশ হিসেবে বিবেচিত এ স্থানটি মুসল্লিদের জন্য অত্যন্ত সম্মানিত ও নামাজ আদায়ের আকাঙ্ক্ষিত জায়গা। এখানে শৃঙ্খলাপূর্ণ উপায়ে ইবাদত নিশ্চিত করতে পুরুষ ও নারী উভয়ের জন্য আলাদা সময় নির্ধারণ করেছে কর্তৃপক্ষ।
১ দিন আগেখাদ্যগ্রহণ যেমন ক্ষুধা মেটানোর জন্য অপরিহার্য, প্রাত্যহিক জীবনের অংশ হিসেবে খাদ্যগ্রহণের ক্ষেত্রে উত্তম সংস্কৃতি ও শিষ্টাচার অনুসরণ করাও গুরুত্বপূর্ণ। মানুষ যা খায়, যেভাবে খায়—তা তার চরিত্র, নীতি ও রুচির পরিচয় বহন করে। তাই ইসলাম আমাদের খাওয়ার উত্তম সংস্কৃতি ও শিষ্টাচার শিখিয়েছে।
২ দিন আগেসম্প্রতি ইসলামি আলোচক আমীর হামজা আল্লাহর রাসুল (সা.)–কে ‘সাংবাদিক’ বলেছেন। তিনি যুক্তি দিয়েছেন, যেহেতু নবী (সা.) ছিলেন আল্লাহর বার্তাবাহক, তাই রূপক অর্থে তাঁকে সাংবাদিক বলা যেতে পারে। কিন্তু বাস্তবে এই তুলনা ইসলামি দৃষ্টিকোণ থেকে বিভ্রান্তিকর এবং রাসুলের মর্যাদার পরিপন্থী।
৫ দিন আগেআমাদের সমাজে বেশ পরিচিত দুটি শব্দ হলো অলি-আওলিয়া। বাঙালি মুসলমান সমাজে সাধারণত মুসলমানদের একটি বিশেষ শ্রেণিকে অলি-আওলিয়া মনে করা হয়। অলি-আওলিয়াদের বিশেষ মর্যাদা ও ক্ষমতা আছে এমন বিশ্বাসও সাধারণ মুসলমানদের রয়েছে।
৫ দিন আগে