গোলটেবিল আলোচনায় বক্তারা

মসজিদকে সমাজ উন্নয়নের কেন্দ্রবিন্দুতে পরিণত করতে হবে

স্টাফ রিপোর্টার
প্রকাশ : ৩১ আগস্ট ২০২৫, ০১: ৩৪

মসজিদকে কেবল নামাজ আদায়ের স্থান নয়; বরং সমাজ উন্নয়নের কেন্দ্রবিন্দুতে পরিণত করার আহ্বান জানিয়েছেন ইসলাম বিশেষজ্ঞরা। তারা বলেন, রাসুল (সা.)-এর যুগে মসজিদ ছিল বিচারকেন্দ্র, চিকিৎসাকেন্দ্র এবং শিক্ষা ও সামাজিক কর্মকাণ্ডের প্রধান স্থান। তাই বর্তমান সময়েও মসজিদকে নেতৃত্ব বিকাশ, সমাজ সংস্কার, শিক্ষা ও জনকল্যাণমূলক কার্যক্রমের মূল প্রতিষ্ঠান হিসেবে গড়ে তুলতে হবে।

শনিবার ইন্টারন্যাশনাল ইনস্টিটিউট অব আল-কোরআন রিসার্চ অ্যান্ড লার্নিং, বাংলাদেশের আয়োজনে জাতীয় প্রেস ক্লাবে ‘বাংলাদেশে মাসজিদভিত্তিক গ্রাম এবং সমাজ উন্নয়ন : সমস্যা ও সম্ভাবনা’ শীর্ষক গোলটেবিল আলোচনায় এসব কথা বলেন বক্তারা। এতে সভাপতিত্ব করেন বিশিষ্ট শিক্ষাবিদ ইসলামিক স্কলার ও মিডিয়া ব্যক্তিত্ব ড. ঈসা মোহাম্মদ।

বিজ্ঞাপন

বক্তারা আরো বলেন, মসজিদকে সমাজ উন্নয়নের কেন্দ্রবিন্দুতে পরিণত করতে হবে। মসজিদ হবে সমাজ সংস্কারের পরামর্শস্থল, জ্ঞানচর্চার সূতিকাগার, মুসলিম ভ্রাতৃত্বের কেন্দ্রস্থল এবং জনকল্যাণমূলক সংস্থা। প্রতিটি মসজিদে থাকবে মহিলাদের নামাজের ব্যবস্থা।

ড. ঈসা মোহাম্মদ আগামী মাসে চারটি জুমার বক্তৃতার মধ্যে একটি বক্তৃতা মসজিদের প্রকৃত কার্যক্রম ও ব্যবস্থাপনা বিষয়ে দেওয়ার জন্য সারা দেশের ইমামদের প্রতি অনুরোধ জানান। তিনি আরো বলেন, শিগগির ঈমাম এবং মাসজিদ কমিটির ট্রেনিং শুরু করা হবে।

অন্যদের মধ্যে আলোচনা করেন- প্রফেসর ড. আ ব ম সাইফুল ইসলাম সিদ্দিকী (ইবি), প্রফেসর ড. লোকমান হোসেন (ইবি), প্রফেসর ড. মোজেম হোসেন, ড. সাইদ মোহাম্মদ সাখাওয়াতুল ইসলাম, ড. মো. হেদায়েতুল্লাহ, ড. শাহ মুহাম্মদ খালিদ বিন নাছের প্রমুখ।

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত