আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

আমিরাতের লিগে সাকিব-তাসকিন

স্পোর্টস রিপোর্টার

আমিরাতের লিগে সাকিব-তাসকিন
সাকিব আল হাসান ও তাসকিন আহমেদ

সংযুক্ত আরব আমিরাতের ইন্টারন্যাশনাল লিগ টি-টোয়েন্টিতে (আইএলটি-২০) দল পেয়েছেন সাকিব আল হাসান ও তাসকিন আহমেদ। ৪০ হাজার মার্কিন ডলারে সাকিবকে দলে নিয়েছে মুকেশ আম্বানির দল এমআই এমিরেটস।

বিজ্ঞাপন

অন্যদিকে, ৮০ হাজার মার্কিন ডলারে শারজাহ ওয়ারিয়র্স দলে নিয়েছে তাসকিনকে। বাংলাদেশের এই দুই ক্রিকেটারই প্রথমবারের মতো খেলবেন আমিরাতের আইএলটি-২০-তে। যদিও সাকিব আমিরাতের লিগের ডিফেন্ডিং চ্যাম্পিয়ন দুবাই ক্যাপিটালসের হয়ে চলতি বছর গ্লোবাল সুপার লিগে (জিএসএল) খেলেছেন। তবে আইটিএলটি-২০-তে প্রথমবার খেলবেন এই বিশ্ব তারকা।

তাসকিনের সামনে দ্বিতীয় বিদেশি ফ্র্যাঞ্চাইজি টি-টোয়েন্টি ক্রিকেট লিগে অভিষেক হওয়ার হাতছানি। যদি বিসিবির অনাপত্তিপত্র পান তাসকিন, তাহলে আমিরাতে খেলতে যাবেন তিনি। এর আগে গত বছর শ্রীলঙ্কান প্রিমিয়ার লিগে প্রথম বিদেশি ফ্র্যাঞ্চাইজি টি-টোয়েন্টি লিগে খেলেছিলেন এই ক্রিকেটার। যদি খেলার সুযোগ পান তাসকিন, তাহলে শারজাহর জার্সি গায়ে সিকান্দার রাজা, আদিল রশিদ, টিম সাউদি, দিনেশ কার্তিক, জনসন চার্লসের সঙ্গে ড্রেসিংরুম ভাগাভাগি কার অভিজ্ঞতা হবে তার।

অন্যদিকে, সাকিবের এমিরেটস দলে আছেন জনি বেয়ারস্টো, ক্রিস ওকস, ফজলহক ফারুকি, কামিন্দু মেন্ডিস, উসমান খান, আল্লাহ গজনফর, আন্দ্রে ফ্লেচারদের মতো ক্রিকেটাররা। ১১ জানুয়ারি থেকে ৯ ফেব্রুয়ারি আমিরাতে বসবে আইএলটি-২০ এর তৃতীয় আসর।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

এলাকার খবর
Loading...