আইপিএল

বৃষ্টিতে ফাইনাল না হলে শিরোপা উঠবে কার হাতে?

স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ০৩ জুন ২০২৫, ১৬: ৫৯

আইপিএলের ফাইনাল বলে কথা। চার-ছক্কার ঝড়ে দর্শকরা তাই ম্যাচটিতে বাড়তি বিনোদিত হতে চান। কিন্তু বৃষ্টিতে ম্যাচ না হলে সে সুযোগ থেকে বঞ্চিত হবেন ক্রিকেটামোদীরা। কোটি টাকার টুর্নামেন্টের এবারের আসরে ফাইনালকে ঘিরে থাকছে তেমন শঙ্কা।

আইপিএলের ফাইনালে বাংলাদেশ সময় রাত ৮টায় আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে মুখোমুখি হবে পাঞ্জাব কিংস ও রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরু। আকুয়াওয়েদার জানিয়েছে, ফাইনালের ভেন্যু আহমেদাবাদে বৃষ্টির সম্ভাবনা ৬১ শতাংশ। আবহাওয়ার পূর্বাভাস বলছে, আহমেদাবাদে স্থানীয় সময় বিকেল পাঁচ থেকে ছয়টার মধ্যে বৃষ্টির সম্ভবনা ৫০ শতাংশের আশেপাশে। তবে আশার কথা হলো, ম্যাচ শুরু থেকে চলাকালীন বৃষ্টির সম্ভাবনা কমে ২ শতাংশে নেমে আসবে।

বিজ্ঞাপন

এরপরও টসের আগে বৃষ্টির সম্ভাবনা বেশি থাকায় ম্যাচ শুরুতে দেরি হতে পারে। বৃষ্টির কথা মাথায় রেখে তাই ফাইনালের জন্য দুই ঘণ্টা বাড়তি সময় বরাদ্দ রেখেছে আইপিএল কর্তৃপক্ষ। এরপরও মঙ্গলবার ফাইনাল শেষ না করা গেলে ম্যাচ গড়াবে রিজার্ভ ডেতে। রিজার্ভ ডেতেও দুই ঘণ্টা বাড়তি সময় বরাদ্দ থাকবে। তাতেও যদিও ম্যাচ শেষ না করা যায় তাহলে লিগ পর্বে যারা এগিয়ে ছিল তারাই চ্যাম্পিয়ন হবে। তাতে শেষ হাসি হাসবে পাঞ্জাব। কারণ ব্যাঙ্গালুরুর সমান ১৯ পয়েন্ট হলেও রান রেটে এগিয়ে থাকায় শীর্ষে থেকে লিগ পর্ব শেষ করেছিল শ্রেয়াশ আইয়ারের দল।

সাব-জেলে অভিযুক্ত সেনা কর্মকর্তারা, সরকারের কাছে যে আহ্বান জানালেন ব্যারিস্টার আরমান

অসদাচারণের দায়ে টঙ্গী পাইলট স্কুলের ভারপ্রাপ্ত অধ্যক্ষকে শোকজ

জরুরি অবস্থা জারি করলেন পেরুর প্রেসিডেন্ট

গুম-খুনে জড়িত ১৫ সেনা কর্মকর্তা চাকরিচ্যুত। ট্রাইব্যুনালে হাজির। সাবজেলে প্রেরণ

এবার ১ টাকায় গরুর মাংস বিতরণের ঘোষণা সেই এমপি প্রার্থীর

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত