নতুন আরেকটি বছর শুরু হলো। ২০২৬ সালটি রাঙিয়ে দিতে চান গত বছর সাফল্য পাওয়া খেলোয়াড়রা। দেওয়ান হামজা চৌধুরীর আগমনে গত বছর দেশের ফুটবলে নবজাগরণের সৃষ্টি হয়েছে। বছরের শেষদিকে ভারতকে হারিয়েছে বাংলাদেশ ফুটবল দল। নতুন বছরেও সেই জয়ের ছন্দ ধরে রেখে এগিয়ে যেতে চায় তারা। জাতীয় দলের তারকা ডিফেন্ডার তপু বর্মণ আমার দেশকে বলেন, ‘যেহেতু আগামী মার্চের ৩১ তারিখে সিঙ্গাপুরের বিপক্ষে আমাদের খেলা, এই খেলাটি দিয়ে মনে হয় বাংলাদেশের ফুটবল নতুনভাবে শুরু করতে পারি। আমি মনে করি, এবার একটা গণজাগরণ সৃষ্টি হয়েছে। যেহেতু আমরা ক্রিয়েট করতে পেরেছি। ফুটবল নিয়ে এখন সবাই ভাবে এবং ফুটবলকে ভালোবাসে। বিষয়টি আমরা আরো ভালোভাবে এগিয়ে নিয়ে যেতে পারব। এরপর আমাদের সাফ ফুটবল আছে। ফিফা উইন্ডো থাকবে বা আরো অনেক ইন্টারন্যাশনাল খেলা থাকবে। আমরা যদি ম্যাচ জিততে পারি এবং ভালো পারফর্ম করতে পারি, তাহলে বাংলাদেশ একটা ভালো টিম হয়ে দাঁড়াতে পারবে; বাংলাদেশকে সবাই তখন কাউন্ট করবে যে-না, এই টিমটি অনেক শক্তিশালী। এই টিমের সঙ্গে যেকোনো দল খেলতে এলে অন্য ধরনের চিন্তাধারা নিয়ে মাঠে নামবে। আমি বিশ্বাস করি, আমাদের সেই ক্যাপাবিলিটি আছে।’
তপু আরো বলেন, আমরা ২০২৫-এ ভারতকে হারিয়েছি; এরপর থেকে সমর্থকদের আরো বেশি উন্মাদনা দেখেছি এবং তাদের যে শক্তি-এটা কিন্তু আমাদের সব সময় কাজে লাগবে। মাঠে এ বিষয়গুলো আমরা আরো বেশি বেশি চাই।
এদিকে গত বছর যুব হকি বিশ্বকাপে প্রথমবার খেলেছে বাংলাদেশ। ওই বিশ্বকাপে সর্বোচ্চ গোলদাতার পুরস্কার জিতেছেন বাংলাদেশের আমিরুল ইসলাম। বিশ্বসেরা পারফরম্যান্স করার এই খেলোয়াড় নতুন বছরে নিজের লক্ষ্য প্রসঙ্গে আমার দেশকে বলেন, ‘কীভাবে আরো বেটার রেজাল্ট করা যায়, এর জন্য আরো কিছু বেশি ফোকাস করছি।’ তিনি আরো বলেন, ‘অবশ্যই চেষ্টা করব সব সময় ভালো কিছু করার। আরেকটি বিষয় হচ্ছে সুযোগের যে বিষয়টি, দেখা যাচ্ছে সিনিয়র টিমে সুযোগ তুলনামূলক একটু কম। তো চেষ্টা করব কতটুকু সুযোগ পাই, এবার সে চেষ্টা করব।’ নতুন বছরে যেখানেই সুযোগ পাবেন, সেখানেই জ্বলে উঠতে চান আমিরুল। তিনি বলেন, আমাদের টুর্নামেন্ট প্রায় দুবছর হয়ে গেছে, কোনো লিগ নেই। যারা নতুন কমিটিতে আসবেন, নির্বাচনের পর তারা যেন এই লিগ আর ফ্র্যাঞ্চাইজি লিগ-এ দুটো টুর্নামেন্ট করতে পারেন এবং পরিকল্পনা করেন হকি সিনিয়র টিমকে নিয়ে। সিনিয়র বা জুনিয়র টিম নিয়ে যেন তারা একটা পরিকল্পনা করেন। আমিরুল আরো বলেন, ভালো সময়-খারাপ সময় আসবেই। দেখা যাচ্ছে, আমাদের খেলা নেই। এই সিচুয়েশনগুলো যেন তারা ওভারকাম করতে পারে। তারা যেন ডিমোটিভেট না হয়।
গত এশিয়ান গেমসে আরচারিতে রৌপ্য পদক জিতেছেন বন্যা আক্তার। তিনি আমার দেশকে বলেন, ‘বছরের শেষ গেম ছিল এটি। পদক জিততে পেরেছি। আমি চাইব, নতুন বছরে যেন আরো বেশি পদক বাংলাদেশকে এনে দিতে পারি। নতুন বছরে এশিয়ান গেমস রয়েছে। লক্ষ্য স্থির করেছি এই গেমসে কিছু একটা করার।’
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

