আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

সুপার ওভার রোমাঞ্চে রাজশাহীর জয়

স্পোর্টস রিপোর্টার, সিলেট থেকে

সুপার ওভার রোমাঞ্চে রাজশাহীর জয়

শীতের প্রভাবটা স্পষ্ট বোঝা যাচ্ছিল লাক্কাতুরায়। রাত বাড়ার সঙ্গে সঙ্গে কমছিল গ্যালারির দর্শক। তবে যে কয়জন মাঠে ছিলেন তাদের টিকিটের দাম উসুল হয়েছে রংপুর রাইডার্স-রাজশাহী ওয়ারিয়র্সের ম্যাচ দেখে।

বিজ্ঞাপন

রাজশাহীর ছুড়ে দেওয়া ১৬০ রানের লক্ষ্যে ১৫৯ রানে থামে রংপুরের ইনিংস। তাতে ম্যাচ গড়ায় সুপার ওভারে। সেখানে সুযোগ পেয়েও রাজশাহীর বিপক্ষে ৬ রানের বেশি করতে পারেনি। রাজশাহী সুপার ওভারে এই লক্ষ্য তাড়া করে মোটে তিন বলে।

আগে ব্যাট করতে নেমে সাহিবজাদা ফারহানের ৬৫ ও নাজমুল হোসেন শান্তর ৪১ রানে ভর করে ৮ উইকেটে ১৫৯ রানে থামে রাজশাহীর ইনিংস। রংপুরের হয়ে ফাহিম আশরাফ ৪৩ রানে নেন তিন উইকেট।

জবাবে, ডেভিড মালানের ৬৩ ও তাওহিদ হৃদয়ের ৫৩ রানে ভর করে শেষ ওভার পর্যন্ত ম্যাচ নেয় রংপুর। তবে খুশদিল শাহ, নুরুল হাসান সোহান ও মাহমুদউল্লাহ রিয়াদের বিদায়ে আর জয় পাওয়া হয়নি। খেলা গড়ায় সুপার ওভারে। সেখানে বলার মতো স্কোর না হওয়ায় হার নিয়ে মাঠ ছাড়তে হয় রংপুরকে।

সংক্ষিপ্ত স্কোর

রাজশাহী: ১৫৯/৮, ২০ ওভার (ফারহান ৬৫, শান্ত ৪১, ফাহিম ৩/৪৩)।

রংপুর: ১৫৯/৬, ২০ ওভার (মালান ৬৩,হৃদয় ৫৩, মেহেরব ২/১৭)।

ফল: সুপার ওভারে রাজশাহী জয়ী।

ম্যাচসেরা: রিপন মন্ডল।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিষয়: