পাল্টা মামলা

মরিনহোর পাশে ফেনেরবাচে

স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ০১ মার্চ ২০২৫, ১৪: ১৮

সম্প্রতি বর্ণবাদ ও তুর্কিদের প্রতি অপমানজনক আচরণের অভিযোগে হোসে মরিনহোকর বিরুদ্ধে মামলা করার হুমকি দেয় গালাতাসারে। রয়টার্স জানিয়েছে ইতোমধ্যে নাকি পর্তুগিজ কোচের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিয়েছে তুর্কি ক্লাবটি। এই ঘটনায় মরিনহোকে নিষেধাজ্ঞার পাশাপাশি জরিমানাও করেছে তুর্কি ফুটবল ফেডারেশন। এই যখন অবস্থা তখন নিজ কর্মস্থল ফেনেরবাচে ক্লাবকে পাশে পেয়েছেন মরিনহো।

তুর্কি সুপার লিগে সোমবার (২৪ ফেব্রুয়ারি) গালাতাসারে ও ফেনেরবাচের মধ্যকার লড়াইটি গোলশূন্য ড্র হয়। ম্যাচটির দায়িত্ব পালন করেন স্লোভেনিয়ান রেফারি স্লাভকো ভিনচিচ। ম্যাচ পরবর্তী সংবাদ সম্মেলনে তুর্কি রেফারিদের ছোট করে ভিনচিচের প্রশংসা করেন মরিনহো। একই সঙ্গে প্রতিপক্ষ দলের খেলোয়াড়দের আচরণ নিয়ে বিতর্কিত মন্তব্য করে বসেন। তিনি বলেন, ম্যাচ চলাকালীন গালাতাসারের বেঞ্চের খেলোয়াড়রা বানরের মতো লাফালাফি করেছে।

বিজ্ঞাপন

এসব মন্তব্য করে ভক্তদের পাশাপাশি গালাতাসারের তোপের মুখে পড়েন মরিনহো। তার বিরুদ্ধে বর্ণবাদের অভিযোগ এনে মামলা দায়েরের পাশাপাশি ফিফা ও উয়েফার কাছে অভিযোগ করার ঘোষণা দেয় তুর্কি ক্লাবটি।

যদিও গালাতাসারের এসব অভিযোগ ভিত্তিহীন বলে দাবি করেছে ফেনেরবাচে। ক্লাব কর্তৃপক্ষ জানিয়েছে, তাদের কোচের মন্তব্যকে ইচ্ছাকৃতভাবে অন্যদিকে প্রবাহিত করেছে গালাতাসারে। এজন্য চিরপ্রতিদ্বন্দ্বী ক্লাবটির বিরুদ্ধে মানহানির মামলা করেছে ফেনেরবাচে।

এক বিবৃতিতে ফেনেরবাচে লিখেছে, ‘গালাতাসারে হোসে মরিনহোর ব্যক্তিগত অধিকারের ওপর আঘাত হেনেছে। এজন্য ক্লাবটির বিরুদ্ধে ১৯ লাখ ৭ হাজার লিরা ক্ষতিপূরণের মামলা করেছে আমাদের আইনজীবীরা।’

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত