হকি বিশ্বকাপে চমক দিতে চায় বাংলাদেশ

স্পোর্টস রিপোর্টার
প্রকাশ : ১৭ সেপ্টেম্বর ২০২৫, ০৪: ০০

আগামী ২৮ নভেম্বর থেকে ১০ ডিসেম্বর ভারতের চেন্নাই ও মাদুরাইয়ে বসবে অনূর্ধ্ব-২১ হকি বিশ্বকাপের ১৪তম আসর। এ টুর্নামেন্ট সামনে রেখে এক মাস ধরে অনুশীলন করছে বাংলাদেশ যুব হকি দল। বিশ্বকাপ প্রস্তুতির জন্য আগামী ২৩ সেপ্টেম্বর মালয়েশিয়ায় যাবেন তারা। আসন্ন বিশ্বকাপে চমক দিতে চায় বাংলাদেশ। গতকাল সংবাদ সম্মেলন এ কথাই বললেন হকি দলের ডাচ কোচ সেগফ্রাইড আইকম্যান।

বিজ্ঞাপন

তিনি জানান, ‘আমি খেলোয়াড়দের খুঁটিনাটি বিষয় নিয়ে কাজ করছি। বিশেষ করে রক্ষণভাগ ও গোলরক্ষকের মধ্যে সমন্বয় এবং কৌশল নিয়ে কাজ করার চেষ্টা করছি। বিশ্বকাপে আমাদের লক্ষ্য থাকবে অস্ট্রেলিয়াসহ বড় দলগুলোকে চমক দেওয়া।’ ৬৬ বছর বয়সি আইকম্যান জানান, মূলত পাঁচটি রক্ষণ কৌশল নিয়ে কাজ করছেন তিনি। টাইমিং, ফুটওয়ার্ক, প্রেসিং, ভিন্ন গতিতে খেলা এবং আলাদা আলাদা দিকে ওপরের দিকে ওঠা ইত্যাদি।

জুনিয়র হকি বিশ্বকাপে ‘এফ’ গ্রুপে রয়েছে বাংলাদেশ। এই গ্রুপে আছে অস্ট্রেলিয়া, ফ্রান্স ও দক্ষিণ কোরিয়ার মতো দল। গ্রুপ পর্ব পেরিয়ে পরবর্তী রাউন্ডে যাওয়া বাংলাদেশের জন্য কঠিন হবে। আইকম্যান জানান, ভালো প্রস্তুতি নিতে পারলে খেলা সহজ হবে। হকি দল সুইজারল্যান্ড ও অস্ট্রিয়াতে গিয়েও খেলব। এ অভিজ্ঞতা কাজে দেবে।

পল্টনের মাওলানা ভাসানী হকি স্টেডিয়ামে ২৬ জনের হকি দল নিবিড় অনুশীলন চালিয়ে যাচ্ছে। আইকম্যানের মতে, গত এশিয়া কাপে প্রত্যাশার চেয়ে ভালো খেলেছে বাংলাদেশ। মালয়েশিয়ায় ক্যাম্প করার পর অক্টোবরের শেষ দিকে দল যাবে সুইজারল্যান্ডে যাবে বাংলাদেশ হকি দল।

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত