ইংল্যান্ড-জিম্বাবুয়ে টেস্ট

ইনিংস ব্যবধানে হারল জিম্বাবুয়ে

স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ২৪ মে ২০২৫, ২১: ২১
আপডেট : ২৫ মে ২০২৫, ০০: ১৬
জয়ের পর ইংল্যান্ডের আনন্দ। ছবি: এএফপি

ট্রেন্ট ব্রিজ টেস্টে লড়াই করার ইঙ্গিত দিয়েও পারল না জিম্বাবুয়ে। দুই ইনিংস মিলেও ইংল্যান্ডের রান পাহাড় টপকে যেতে পারেনি ক্রাইগ আরভিনের দল। ইনিংস ও ৪৫ রানের ব্যবধানে হার দিয়ে শেষ হলো ২২ বছর পর জিম্বাবুয়ের ইংল্যান্ড সফর।

বিজ্ঞাপন

নিজেদের প্রথম ইনিংস ইংল্যান্ড ঘোষণা করে ৬ উইকেটে ৫৬৫ রানে। জবাবে বেনেটের সেঞ্চুরিতে জিম্বাবুয়ের প্রথম ইনিংস থামে ২৬৫ রানে। এরপর দ্বিতীয় ইনিংসে শন উইলিয়ামসের ৮৮ রানের পরও তাদেরকে থামতে হয় ২৫৫ রানে। হার মানতে হয় ইনিংস ও ৪৫ রানের ব্যবধানে।

জিম্বাবুয়ের ইনিংসে প্রাপ্তি বলতে বেনেটের ব্যাটিং। প্রথম ইনিংসে ২৬ চারে ১৪৩ বলে ১৩৯ রানের ইনিংস খেলেন বেনেট। সেঞ্চুরি করেন ৯৭ বলে, যা জিম্বাবুয়ের ৩৩ বছরের টেস্ট ইতিহাসে দ্রুত। দ্বিতীয় ইনিংসে অবশ্য ১০ বলে ১ রান করেই আউট হয়ে যান। এরপর শন উইলিয়ামসের ৮৮ রানের ইনিংস খেললেও লাভ হয়নি।

জিম্বাবুয়ের ইনিংসে ধ্বস নামান শোয়াইব বশির। ৮১ রানের বিনিময়ে ৬ উইকেট নেনে এই স্পিনার। এটি তার টেস্ট ক্যারিয়ারের চতুর্থ ফাইফার।

এর আগে প্রথম দিন বেন ডাকেট ও জ্যাক ক্রলির সেঞ্চুরির পর ১৬৯ রানে অপরাজিত ছিলেন অলিভার পোপ। দ্বিতীয় দিন তিনি যোগ করতে পারেন মাত্র ২ রান। বেন স্টোকস করেন ৯ রান। ৬ চার ও ৩ ছক্কায় ৫০ বলে ৫৮ রান করেন হ্যারি ব্রুক। এরপরই ইনিংস ঘোষণা করে দেয় স্বাগতিকরা।

সংক্ষিপ্ত স্কোর:

ইংল্যান্ড ১ম ইনিংস: ৫৬৫/৬ ডিক্লেয়ার

জিম্বাবুয়ে ১ম ইনিংস: ২৬৫ এবং ২য় ইনিংস: ৫৯ ওভারে ২৫৫

ফল: ইনিংস ও ৪৫ রানে জয়ী ইংল্যান্ড

ম্যাচসেরা: শোয়েব বশির

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত