জাতীয় কাবাডি চ্যাম্পিয়নশিপ ২৯ জুলাই শুরু

স্পোর্টস রিপোর্টার
প্রকাশ : ২৬ জুলাই ২০২৫, ১৬: ৪৮

বাংলাদেশ কাবাডি ফেডারেশনের আয়োজনে 'তারুণ্যের উৎসব'কে সামনে রেখে দেশের সব জেলার অংশগ্রহণে আগামী ২৯ জুলাই শুরু হচ্ছে জাতীয় কাবাডি (পুরুষ ও নারী) চ্যাম্পিয়নশিপ। আজ শনিবার (২৬ জুলাই) বাংলাদেশ অলিম্পিক এসোসিয়েশন (বিওএ) ভবনের ডাচ বাংলা অডিটোরিয়ামে কাবাডি ফেডারেশন আয়োজিত এক সংবাদ সম্মেলনে বিভিন্ন বিষয়ের বিস্তারিত তুলে ধরা হয়।

বিজ্ঞাপন

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন জাতীয় ক্রীড়া পরিষদের সচিব মোঃ আমিনুল ইসলাম এনডিসি, বাংলাদেশ কাবাডি ফেডারেশনের সাধারণ সম্পাদক এস এম নেওয়াজ সোহাগ, যুগ্ম সম্পাদক আব্দুল হক এবং কার্যনির্বাহী কমিটির সদস্য ও পুলিশের ডিআইজি মোহাম্মদ মনিরুজ্জামান।

এদিকে দলের অভিজ্ঞ খেলোয়াড় রুপালিকে অধিনায়ক করে ভারতের হায়দরাবাদে অনুষ্ঠিতব্য নারী কাবাডি বিশ্বকাপের জন্য ১৫ সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ কাবাডি ফেডারেশন।

জাতীয় কাবাডি (পুরুষ ও নারী) চ্যাম্পিয়নশিপকে আটটি জোনে ভাগ করা হয়েছে, প্রতিটি জোনে রয়েছে আটটি করে জেলা। জোনগুলোর নামকরণ করা হয়েছে বাংলাদেশের প্রধান নদ-নদীর নামে। নামগুলো হলো- পদ্মা, তিস্তা, ব্রহ্মপুত্র, কর্ণফুলী, রুপসা, ধানসিঁড়ি, সুরমা এবং মধুমতি।

পদ্মা জোন দিয়ে জোনাল পর্যায়ের খেলা শুরু হবে এবং মধুমতি জোন দিয়ে তা শেষ হবে। প্রতিটি জোনের খেলার জন্য নির্দিষ্ট ভেন্যু নির্ধারণ করা হয়েছে। পদ্মা জোনের বগুড়া জেলা, তিস্তা জোনের রংপুর জেলা, ব্রহ্মপুত্র জোনের টাঙ্গাইল জেলা, কর্ণফুলী জোনের কুমিল্লা জেলা, রুপসা জোনের যশোর জেলা, ধানসিঁড়ি জোনের বরিশাল জেলা, সুরমা জোনের সিলেট জেলা ও মধুমতি জোনের গোপালগঞ্জের বাংলাদেশ ন্যাশনাল কাবাডি একাডেমি।

জোনাল পর্যায়ের খেলা শেষে প্রতিটি জোনের বিজয়ী দল নিয়ে হবে আন্তজেলা চ্যাম্পিয়নশিপ। সেখান থেকে সেমিফাইনালিস্ট চারটি দল সার্ভিসেস দলের সাথে জাতীয় চ্যাম্পিয়নশিপে অংশ নেবে। কাবাডি ফেডারেশনের সাধারণ সম্পাদক এস এম নেওয়াজ সোহাগ বলেন, 'এই চ্যাম্পিয়নশিপ দেশের প্রত্যন্ত অঞ্চল থেকে নতুন কাবাডি খেলোয়াড়দের প্রতিভা অন্বেষণে সহায়ক হবে এবং কাবাডিকে আরও এক ধাপ এগিয়ে নিয়ে যাবে বলে আমরা বিশ্বাস করি।'

বিষয়:

কাবাডি
এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত