অবশেষে অপেক্ষা ফুরাল ডসনের

স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ২২ জুলাই ২০২৫, ১০: ৫৫

শোয়েব বশিরের চোটের কারণে দলে ডাক পেয়েছিলেন লিয়াম ডসন। এবার ম্যানচেস্টারের ওল্ড ট্রাফোর্ডে শুরু হতে যাওয়া সিরিজের চতুর্থ টেস্টে ইংল্যান্ডের একাদশে জায়গা পেলেন এই স্পিনিং অলরাউন্ডার। দীর্ঘ ৮ বছর পর ইংলিশদের হয়ে খেলতে নামবেন তিনি।

লর্ডস টেস্টে ভারতকে ২২ রানে হারিয়ে সিরিজে ২-১ ব্যবধানে এগিয়ে যায় ইংল্যান্ড। সে ম্যাচের একাদশ থেকে একটি পরিবর্তন এনেছে স্বাগতিকরা। আঙুলের চোট নিয়েই সবশেষ ম্যাচে বল করেন বশির। সফরকারীদের শেষ উইকেট তুলে নিয়ে ইংল্যান্ডের জয়ে রাখেন বিরাট ভূমিকা। সে ম্যাচের পরই ছিটকে গেছেন বশির। এই অফস্পিনারের বদলি হিসেবে ম্যানচেস্টার টেস্টের একাদশে সুযোগ পেয়েছেন ডসন।

বিজ্ঞাপন

২০১৬ সালের ডিসেম্বরে চেন্নাইয়ে ভারতের বিপক্ষে টেস্ট অভিষেক হয় ডসনের। এই সংস্করণে সবশেষ ম্যাচটি খেলেন ২০১৭ সালের জুলাইয়ে- দক্ষিণ আফ্রিাকার বিপক্ষে। এখন পর্যন্ত খেলা ৩ টেস্টে ৫ ইনিংসে ডসনের শিকার ৭ উইকেট। এছাড়া ব্যাট হাতে করেছেন ৮৪ রান। মাঝের সময়টাতে জাতীয় দলের বাইরে থাকলেও নিয়মিত পারফর্ম করে গেছেন প্রথম শ্রেণীর ক্রিকেটে।

ম্যানচেস্টার টেস্টের জন্য ইংল্যান্ডের একাদশ: জ্যাক ক্রলি, বেন ডাকেট, ওলি পোপ, জো রুট, হ্যারি ব্রুক, বেন স্টোকস (অধিনায়ক), জেমি স্মিথ (উইকেটরক্ষক), লিয়াম ডসন, ক্রিস ওকস, ব্রাইডন কার্স ও জোফরা আর্চার।

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত