শাস্তি কমল মরিনহোর

স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ০২ মার্চ ২০২৫, ১৪: ২৪
আপডেট : ০২ মার্চ ২০২৫, ১৫: ১০

বিতর্কিত মন্তব্যের জেরে ফেনেরবাচের প্রধান কোচ হোসে মরিনহোকে শাস্তি দেয় দেশটির ফুটবল ফেডারেশন। সে শাস্তির বিরুদ্ধে আপিল করেছিল ফেনেরবাচে। তুর্কি ফুটবলের অভিভাবক সংস্থা আপিল গ্রহণ করায় শাস্তি কমেছে মরিনহোর।

মরিনহোকে ৪ ম্যাচের নিষেধাজ্ঞা দেয় সংস্থাটি। পাশাপাশি ১৬ লাখ ১৭ হাজার লিরা জরিমানা করা হয়। আপিলের পর ২ ম্যাচের নিষেধাজ্ঞা কমানো হয়েছে। সেই সঙ্গে জরিমানা কমিয়ে ৫ লাখ ৫৮ হাজার লিরাতে নামিয়ে আনা হয়েছে।

বিজ্ঞাপন

গত ২৪ ফেব্রুয়ারি তুর্কি সুপার লিগে গালাতাসারে ও ফেনেরবাচের মধ্যকার ম্যাচটি গোলশূন্য ড্র হয়। দুই ক্লাবের আবেদনের ভিত্তিতে সে ম্যাচের দায়িত্ব পালন করেন স্লোভেনিয়ান রেফারি স্লাভকো ভিনচিচ। ম্যাচ শেষে তাকে প্রশংসায় ভাসাতে গিয়ে তুর্কি রেফারিদের খাটো করে কথা বলেন মরিনহো। পাশাপাশি ম্যাচ চলাকালীন গালাতাসারের বেঞ্চের খেলোয়াড়রা বানরের মতো লাফালাফি করেছে বলে মন্তব্য করেন এই পর্তুগিজ কোচ।

মরিনহোর এসব মন্তব্যে তেতে উঠে গালাতাসারে। সাবেক রোমা কোচের বিরুদ্ধে বর্ণবাদ ও তুর্কি রেফারিদের অপমানের অভিযোগ আনে ক্লাবটি। সে অভিযোগের জেরে মরিনহোকে শাস্তি দেয় তুর্কি ফুটবল ফেডারেশন।

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত