২২তম জাতীয় সিনিয়র ও জুনিয়র তায়কোয়ানডো প্রতিযোগিতায় সিনিয়র বিভাগে পুরুষ ও নারী ইভেন্টে গ্রুপ চ্যাম্পয়িন হয়েছে আনসার। তারা ২৮টি স্বর্ণ, ৬টি রৌপ্য এবং ১টি তাম্রসহ মোট ৩৫ টি পদক পেয়ে গ্রুপ চ্যাম্পিয়ন।
জুনিয়র বিভাগের পুরুষ ও নারী গ্রুপে চ্যাম্পয়িন হয়েছে বিকেএসপি। তারা ১৬টি স্বর্ণ এবং ১টি রৌপ্যসহ মোট ১৭ টি পদক পেয়েছে। সিনিয়রে আনসার ও জুনিয়রে বিকেএসপি চ্যাম্পিয়ন হয়েছে।
আজ শনিবার হ্যান্ডবল স্টেডিয়ামে প্রতিযোগিতায় দেশের ৩০ জেলার ক্লাব এবং সংস্থা হতে ৫৫০ জন সিনিয়র ও জুনিয়র তায়কোয়ানডো খেলোয়াড় অংশ নেন। অনুষ্ঠানের সমাপনী ও পুরস্কার বিতরণী পর্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মো: মাহাবুব-উল-আলম, সচিব, যুব ও ক্রীড়া মন্ত্রণালয়। এ সময় তিনি বিজয়ী খেলোয়াড়দের হাতে পদক ও সনদপত্র তুলে দেন।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

