ইউরোপিয়ান ফুটবল
স্পোর্টস ডেস্ক
শুরুটা জয়ে রাঙিয়েছিল ম্যানচেস্টার সিটি। ইংলিশ প্রিমিয়ার লিগে নিজেদের প্রথম ম্যাচে হারিয়েছিল তারা উলভারহ্যাম্পটনকে। কিন্তু দ্বিতীয় ম্যাচে এসে আর জয়ের ছন্দটা ধরে রাখতে পারলেন না কোচ পেপ গার্দিওলার শিষ্যরা। আগের মৌসুমে খারাপ খেলা সিটি ফের নিজেদের দুর্বলতা ফুটিয়ে তুলল। আজ নিজেদের মাঠ ইত্তেহাদে ২-০ গোলে ধরাশায়ী হয়েছে তারা টটেনহাম হটস্পারের কাছে। ম্যাচের ৩৫ মিনিটে গোল করে স্পারকে এগিয়ে দেন ওয়েলসের ফরোয়ার্ড ব্রেননান জনসন। প্রথমার্ধের ইনজুরি টাইমের দ্বিতীয় মিনিটে গোল ব্যবধান দ্বিগুণ করেন পর্তুগিজ মিডফিল্ডার জোয়াও পালহিনহা। তাতে জয়ের ছন্দটা ধরে রাখল টটেনহাম। নিজেদের ঘরের মাঠে বার্নলিকে ৩-০ গোলে উড়িয়ে নতুন লিগ মৌসুম শুরু করেছিল তারা। এবার ম্যানসিটিকে হারিয়ে জয়রথে চেপে ফের ছুটে চলল কোচ টমাস ফ্রাঙ্কের শিষ্যরা।
নতুন লিগ মৌসুমের শুরুটা মোটেও প্রত্যাশিত ছিল না চেলসির জন্য। প্রথম ম্যাচে ক্রিস্টাল প্যালেসের সঙ্গে গোলশূন্য ড্র করে এনজো মারেস্কার শিষ্যরা। অবশ্য ঘুরে দাঁড়াতেও বেশি সময় নিল না ইংল্যান্ডের ঐতিহ্যবাহী ক্লাবটি। দ্বিতীয় ম্যাচে ওয়েস্ট হ্যামকে ৫-১ গোলে বিধ্বস্ত করেছে চেলসি। চেলসির হয়ে একটি করে গোল করেন পেদ্রো নেতো, জোয়াও পেদ্রো, এনজো ফার্নান্দেজ, মইজেস কেইসেডো ও ট্রেভহ চালোভা। চালোভা (২৬) বনে গেছেন ক্লাবটির সর্বকনিষ্ঠ গোলদাতা।
অন্যদিকে জার্মান লিগ বুন্দেসলিগায় শিরোপা ধরে রাখার মিশনে বায়ার্ন মিউনিখের শুরুটা হলো দুর্দান্ত। হ্যারি কেইনের দুর্দান্ত হ্যাটট্রিকে জার্মান বুন্দেসলিগার ২০২৫-২৬ মৌসুমের প্রথম ম্যাচে আরবি লাইপজিগকে ৬-০ গোলের বিশাল ব্যবধানে হারিয়েছে মিউনিখের ক্লাবটি। বায়ার্নের দাপুটে জয়ের দিনে কেইনের মতো হ্যাটট্রিক করতে না পারলেও মাইকেল ওলিসের অবদানও কম নয়। জোড়া গোল করেছেন এই ফরাসি অ্যাটাকিং মিডফিল্ডার কাম উইঙ্গার। ডিফেন্ডিং চ্যাম্পিয়নদের হয়ে বাকি গোলটা করেন লুইস দিয়াস।
ফরাসি লিগ ওয়ানে জয়ের ধারা অব্যাহত রেখেছে প্যারিস সেন্ট জার্মেই (পিএসজি)। মৌসুমে নিজেদের দ্বিতীয় ম্যাচে অ্যাঙ্গার্সকে ১-০ গোলে হারিয়েছে প্যারিসিয়ানরা। ন্যূনতম ব্যবধানে পাওয়া এই জয়ের পর ট্রফি উৎসবে মেতেছিল তারা।
একনজরে ফল
ম্যানসিটি ০-২ টটেনহাম
ওয়েস্ট হ্যাম ১-৫ চেলসি
বায়ার্ন মিউনিখ ৬-০ লাইপজিগ
পিএসজি ১-০ অ্যাঙ্গার্স
শুরুটা জয়ে রাঙিয়েছিল ম্যানচেস্টার সিটি। ইংলিশ প্রিমিয়ার লিগে নিজেদের প্রথম ম্যাচে হারিয়েছিল তারা উলভারহ্যাম্পটনকে। কিন্তু দ্বিতীয় ম্যাচে এসে আর জয়ের ছন্দটা ধরে রাখতে পারলেন না কোচ পেপ গার্দিওলার শিষ্যরা। আগের মৌসুমে খারাপ খেলা সিটি ফের নিজেদের দুর্বলতা ফুটিয়ে তুলল। আজ নিজেদের মাঠ ইত্তেহাদে ২-০ গোলে ধরাশায়ী হয়েছে তারা টটেনহাম হটস্পারের কাছে। ম্যাচের ৩৫ মিনিটে গোল করে স্পারকে এগিয়ে দেন ওয়েলসের ফরোয়ার্ড ব্রেননান জনসন। প্রথমার্ধের ইনজুরি টাইমের দ্বিতীয় মিনিটে গোল ব্যবধান দ্বিগুণ করেন পর্তুগিজ মিডফিল্ডার জোয়াও পালহিনহা। তাতে জয়ের ছন্দটা ধরে রাখল টটেনহাম। নিজেদের ঘরের মাঠে বার্নলিকে ৩-০ গোলে উড়িয়ে নতুন লিগ মৌসুম শুরু করেছিল তারা। এবার ম্যানসিটিকে হারিয়ে জয়রথে চেপে ফের ছুটে চলল কোচ টমাস ফ্রাঙ্কের শিষ্যরা।
নতুন লিগ মৌসুমের শুরুটা মোটেও প্রত্যাশিত ছিল না চেলসির জন্য। প্রথম ম্যাচে ক্রিস্টাল প্যালেসের সঙ্গে গোলশূন্য ড্র করে এনজো মারেস্কার শিষ্যরা। অবশ্য ঘুরে দাঁড়াতেও বেশি সময় নিল না ইংল্যান্ডের ঐতিহ্যবাহী ক্লাবটি। দ্বিতীয় ম্যাচে ওয়েস্ট হ্যামকে ৫-১ গোলে বিধ্বস্ত করেছে চেলসি। চেলসির হয়ে একটি করে গোল করেন পেদ্রো নেতো, জোয়াও পেদ্রো, এনজো ফার্নান্দেজ, মইজেস কেইসেডো ও ট্রেভহ চালোভা। চালোভা (২৬) বনে গেছেন ক্লাবটির সর্বকনিষ্ঠ গোলদাতা।
অন্যদিকে জার্মান লিগ বুন্দেসলিগায় শিরোপা ধরে রাখার মিশনে বায়ার্ন মিউনিখের শুরুটা হলো দুর্দান্ত। হ্যারি কেইনের দুর্দান্ত হ্যাটট্রিকে জার্মান বুন্দেসলিগার ২০২৫-২৬ মৌসুমের প্রথম ম্যাচে আরবি লাইপজিগকে ৬-০ গোলের বিশাল ব্যবধানে হারিয়েছে মিউনিখের ক্লাবটি। বায়ার্নের দাপুটে জয়ের দিনে কেইনের মতো হ্যাটট্রিক করতে না পারলেও মাইকেল ওলিসের অবদানও কম নয়। জোড়া গোল করেছেন এই ফরাসি অ্যাটাকিং মিডফিল্ডার কাম উইঙ্গার। ডিফেন্ডিং চ্যাম্পিয়নদের হয়ে বাকি গোলটা করেন লুইস দিয়াস।
ফরাসি লিগ ওয়ানে জয়ের ধারা অব্যাহত রেখেছে প্যারিস সেন্ট জার্মেই (পিএসজি)। মৌসুমে নিজেদের দ্বিতীয় ম্যাচে অ্যাঙ্গার্সকে ১-০ গোলে হারিয়েছে প্যারিসিয়ানরা। ন্যূনতম ব্যবধানে পাওয়া এই জয়ের পর ট্রফি উৎসবে মেতেছিল তারা।
একনজরে ফল
ম্যানসিটি ০-২ টটেনহাম
ওয়েস্ট হ্যাম ১-৫ চেলসি
বায়ার্ন মিউনিখ ৬-০ লাইপজিগ
পিএসজি ১-০ অ্যাঙ্গার্স
দারুণ ফর্মে রয়েছে রিয়াল মাদ্রিদ। ঘরোয়া থেকে ইউরোপিয়ান ফুটবল- প্রতিটি জায়গাতেই দাপট দেখিয়ে চলেছে কোচ জাবি আলোনসোর শিষ্যরা। লা লিগায় এখন পর্যন্ত ৯ ম্যাচ খেলে জিতেছে ৮টিতেই। হার বলতে একটিতে।
৮ ঘণ্টা আগেদারুণ সময় কাটছে আর্সেনালের। আগে থেকেই জয়ের ছন্দে ছিল কোচ মিকেল আর্তেতার শিষ্যরা। ছুটে চলছিল জয়ে রথে চেপে। তার ধারাবাহিকতায় চ্যাম্পিয়নস লিগে তুলে নিয়েছে আরও একটি বড় জয়। ইংলিশ জায়ান্ট ক্লাবটি ৪-০ গোলে উড়িয়ে দিয়েছে অ্যাটলেটিকো মাদ্রিদকে। সব ধরনের টুর্নামেন্ট মিলিয়ে এনিয়ে টানা ছয় ম্যাচে জয় পেল ক্লাবটি।
৮ ঘণ্টা আগেবার্সেলোনাকে হারানোর পর থেকেই সময়টা যেন ভালো যাচ্ছিল না। মাঠের পারফরম্যান্সে কোথায় যেন খেই হারিয়ে ফেলেছিল পিএসজি। ফরাসি লিগ ওয়ানে হোঁচট খেয়ে বসে পরপর দুই ম্যাচে। স্ত্রাসবুর্গের বিপক্ষে ছয় গোলের থ্রিলার ম্যাচে জয়বঞ্চিত হয়েছে দলটি।
৮ ঘণ্টা আগেবাবা ক্রিশ্চিয়ানো রোনালদোর মতো ছেলেও খেলবেন পর্তুগালের জাতীয় দলে। স্বপ্নের সেই পথে একটু একটু করে এগোচ্ছেন তনয় ক্রিশ্চিয়ানো জুনিয়র। গত মে’তে পর্তুগাল অনূর্ধ্ব-১৫ দলে জায়গা পেয়েছিলেন।
১২ ঘণ্টা আগে