বিশ্বকাপ প্রস্তুতি

দক্ষিণ কোরিয়া-জাপানের বিপক্ষে খেলবে ব্রাজিল

স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ২৭ আগস্ট ২০২৫, ০৮: ৩৮

বিজ্ঞাপন

২০২৬ বিশ্বকাপ শুরু হতে আর এক বছরও বাকি নেই। তার আগে সর্বোচ্চ প্রস্তুতির জন্য প্রীতি ম্যাচ আয়োজনের চেষ্টা করছে অংশগ্রহণকারী দলগুলো। ব্রাজিলও পিছিয়ে নেই। আসন্ন বিশ্বকাপের আগে নিজেদের ঝালিয়ে নেওয়ার অংশ হিসেবে দক্ষিণ কোরিয়া ও জাপানের বিপক্ষে প্রীতি ম্যাচ খেলবে পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়নরা। এক বিবৃতিতে ব্রাজিলিয়ান ফুটবল কনফেডারেশন (সিবিএফ) বিষয়টি নিশ্চিত করেছে।

ওই বিবৃতিতে সিবিএফ জানিয়েছে, বিশ্বকাপের আগে প্রস্তুতি ম্যাচ খেলার জন্য আগামী অক্টোবরে এশিয়া সফর করবে ব্রাজিল ফুটবল দল। তাদের মিশন শুরু হবে দক্ষিণ কোরিয়া দিয়ে। ১০ অক্টোবরে সিউলে স্বাগতিকদের বিপক্ষে মাঠে নামবে ল্যাটিন আমেরিকান জায়ান্টরা। ১৪ অক্টোবর জাপানের বিপক্ষে খেলবে তারা। ম্যাচটি হবে টোকিওতে।

এশিয়া সফরের আগে আগামী সেপ্টেম্বরে চিলি ও বলিভিয়ার বিপক্ষে খেলবে ব্রাজিল। ৫ সেপ্টেম্বর মারাকানা স্টেডিয়ামে চিলিকে আতিথেয়তা দেবে কার্লো আনচেলত্তির দল। ১০ সেপ্টেম্বর বলিভিয়ার মাঠে খেলবে সেলেসাওরা। এই ম্যাচ দুটি দিয়ে বিশ্বকাপ বাছাইপর্ব শেষ করবে ব্রাজিল।

তৃতীয় হয়ে ল্যাটিন আমেরিকান অঞ্চল থেকে ২০২৬ বিশ্বকাপের টিকিট কেটেছে ব্রাজিল। ১৬ ম্যাচ শেষে তাদের সংগ্রহ ২৫ পয়েন্ট। সমান ম্যাচে ৩৫ পয়েন্ট নিয়ে এই অঞ্চলের শীর্ষে অবস্থান করছে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। ব্রাজিলের মতো লিওনেল মেসি, এমিলিয়ানো মার্টিনেজরাও সেপ্টেম্বরে বাছাইপর্বের শেষ ম্যাচ দুটি খেলতে নামবে।

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত