আজ শুরু নারী ডিপিএল

স্পোর্টস রিপোর্টার, হবিগঞ্জ থেকে
প্রকাশ : ১৯ ফেব্রুয়ারি ২০২৫, ০৭: ০০

চ্যাম্পিয়নস ট্রফির ডামাডোলে আজ থেকে শুরু হচ্ছে নারীদের ঢাকা প্রিমিয়ার লিগ (ডিপিএল)। ৯ দল নিয়ে তিন ভেন্যুতে হবে এই টুর্নামেন্ট। উদ্বোধনী ম্যাচে মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে বর্তমান চ্যাম্পিয়ন মোহামেডানের মুখোমুখি হবে শেলটেক ক্রিকেট একাডেমি। দিনের অন্য দুই ম্যাচে মুখোমুখি বিকেএসপির এক নম্বর মাঠে আবাহনীর মুখোমুখি হবে বাংলাদেশ পুলিশ ক্রিকেট ক্লাব এবং ইউল্যাব গ্রাউন্ডে খেলাঘরের প্রতিপক্ষ গুলশান ইয়ুথ ক্লাব। প্রথম দিনের খেলা মাঠে গড়ানোর আগে আজ মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে বিসিবি একাডেমিতে হয়েছে টুর্নামেন্টের ফটোসেশন ও ট্রফি উন্মোচন। গতকাল ওই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অংশগ্রহণকারী ৯ দলের অধিনায়করা।

সাধারণত ছেলেদের ডিপিএল শেষে প্রতি বছর নারী ডিপিএল আয়োজন করা হয়। মে-জুনে বৃষ্টির বাধার কথা মাথায় রেখে এবার থেকে নারী ডিপিএল এগিয়ে আনা হয়েছে। শুরু করা হচ্ছে ছেলেদের ডিপিএলের আগে। শিরোপা লড়াইয়ে মাঠে নামার আগে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন মোহামেডানের অধিনায়ক সালমা খাতুন বলেন, ‘আমাদের ভালো দল হয়েছে। অবশ্যই শেষবারের চ্যাম্পিয়নের ধারাবাহিকতা ধরে রাখার চেষ্টা করব। দলের প্রতি আমার বিশ্বাস আছে।’ রূপালী ব্যাংকের অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি বলেন, ‘দল হিসেবে আমাদের দলটি অনেক ব্যালেন্সড। জাতীয় দলের তিনজনের মতো ক্রিকেটার আছে এখানে। মাঠে ভালো ক্রিকেট খেলতে পারলে ভালো কিছু হবে।’

বিজ্ঞাপন
এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত