এমবাপ্পের গোলে রিয়ালের শুভ সূচনা

স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ২০ আগস্ট ২০২৫, ০৯: ১৩
আপডেট : ২০ আগস্ট ২০২৫, ০৯: ৪৯

জয় দিয়েই স্প্যানিশ লা লিগার নতুন মৌসুমের শুরুটা রাঙাল রিয়াল মাদ্রিদ। নিজেদের প্রথম ম্যাচে ওসাসুনাকে ১-০ গোলে হারিয়েছে মাদ্রিদের প্রতিনিধিরা। সান্তিয়াগো বার্নাব্যুতে স্বাগতিকদের হয়ে স্পট কিকে ব্যবধান গড়ে দেওয়া গোলটি করেন কিলিয়ান এমবাপ্পে।

বিজ্ঞাপন

জয়ের ব্যবধান ন্যূনতম হলেও ম্যাচজুড়ে ওসাসুনার ওপর প্রাধান্য বিস্তার করে খেলেছে রিয়াল। বল দখল, আক্রমণ, প্লেসিং, পাসিং- সবকিছুতেই নেতৃত্ব দিয়েছে স্বাগতিকরা। ৭১ শতাং বল দখলে রেখে জায়ান্টদের নেওয়া ১৮ শটের মধ্যে পাঁচটি লক্ষ্যে ছিল। বিপরীতে দুটি শট নিয়ে একটিও লক্ষ্যে রাখতে পারেনি ওসাসুনা। কিক অফের পর থেকেই আক্রমণে যায় রিয়াল। সে আক্রমণের কোনো জবাব না দিয়ে বরং রক্ষণে মনোযোগ দেয় ওসাসুনা।

তাই রক্ষণ নিয়ে না ভেবে একের পর এক তাদের অর্ধে আক্রমণ চালাতে থাকে রিয়াল। যদিও ওসাসুনার অর্ধে মোট ২১ জন খেলোয়াড় থাকায় খুব বেশি সুযোগ তৈরি করতে পারেনি হান্সি ফ্লিকের শিষ্যরা। প্রথমার্ধে বিচ্ছিন্ন কিছু সুযোগ তৈরি করলেও সফল হতে পারেনি গত আসরের রানার্সআপরা। গোলহীন প্রথমার্ধের পর বিরতির থেকে ফেরার কিছুক্ষণের মধ্যেই উৎসবের উপলক্ষ্য পায় স্পেন তথা ইউরোপের সফলতম ক্লাবটি।

৫১ মিনিটে সফল স্পট কিকে ওসাসুনার জালে বল পাঠান এমবাপ্পে। তার আগে এই ফরাসি ফরোয়ার্ড সফরকারীদের ডি বক্সে ফাউলের শিকার হলে রেফারি পেনাল্টির বাঁশি বাজান। রিয়ালের হয়ে এটা এমবাপ্পের ৩২তম গোল। পিএসজি ছেড়ে আসার পর প্রথম মৌসুমে ৩৪ ম্যাচে ৩১ বার জালের দেখে পেয়েছিলেন তারকা ফুটবলার। গোল হজমের পর আক্রমণে মনোযোগ দেয় ওসাসুনা। তবে গোলের সুযোগও তৈরি করেও ম্যাচে ফিরতে পারেনি নিচের সারির দলটি। তাই স্বস্তির জয়ে শিরোপা পুনরুদ্ধারের মিশন শুরু করল রিয়াল।

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত