স্পোর্টস ডেস্ক
জয় দিয়েই স্প্যানিশ লা লিগার নতুন মৌসুমের শুরুটা রাঙাল রিয়াল মাদ্রিদ। নিজেদের প্রথম ম্যাচে ওসাসুনাকে ১-০ গোলে হারিয়েছে মাদ্রিদের প্রতিনিধিরা। সান্তিয়াগো বার্নাব্যুতে স্বাগতিকদের হয়ে স্পট কিকে ব্যবধান গড়ে দেওয়া গোলটি করেন কিলিয়ান এমবাপ্পে।
জয়ের ব্যবধান ন্যূনতম হলেও ম্যাচজুড়ে ওসাসুনার ওপর প্রাধান্য বিস্তার করে খেলেছে রিয়াল। বল দখল, আক্রমণ, প্লেসিং, পাসিং- সবকিছুতেই নেতৃত্ব দিয়েছে স্বাগতিকরা। ৭১ শতাং বল দখলে রেখে জায়ান্টদের নেওয়া ১৮ শটের মধ্যে পাঁচটি লক্ষ্যে ছিল। বিপরীতে দুটি শট নিয়ে একটিও লক্ষ্যে রাখতে পারেনি ওসাসুনা। কিক অফের পর থেকেই আক্রমণে যায় রিয়াল। সে আক্রমণের কোনো জবাব না দিয়ে বরং রক্ষণে মনোযোগ দেয় ওসাসুনা।
তাই রক্ষণ নিয়ে না ভেবে একের পর এক তাদের অর্ধে আক্রমণ চালাতে থাকে রিয়াল। যদিও ওসাসুনার অর্ধে মোট ২১ জন খেলোয়াড় থাকায় খুব বেশি সুযোগ তৈরি করতে পারেনি হান্সি ফ্লিকের শিষ্যরা। প্রথমার্ধে বিচ্ছিন্ন কিছু সুযোগ তৈরি করলেও সফল হতে পারেনি গত আসরের রানার্সআপরা। গোলহীন প্রথমার্ধের পর বিরতির থেকে ফেরার কিছুক্ষণের মধ্যেই উৎসবের উপলক্ষ্য পায় স্পেন তথা ইউরোপের সফলতম ক্লাবটি।
৫১ মিনিটে সফল স্পট কিকে ওসাসুনার জালে বল পাঠান এমবাপ্পে। তার আগে এই ফরাসি ফরোয়ার্ড সফরকারীদের ডি বক্সে ফাউলের শিকার হলে রেফারি পেনাল্টির বাঁশি বাজান। রিয়ালের হয়ে এটা এমবাপ্পের ৩২তম গোল। পিএসজি ছেড়ে আসার পর প্রথম মৌসুমে ৩৪ ম্যাচে ৩১ বার জালের দেখে পেয়েছিলেন তারকা ফুটবলার। গোল হজমের পর আক্রমণে মনোযোগ দেয় ওসাসুনা। তবে গোলের সুযোগও তৈরি করেও ম্যাচে ফিরতে পারেনি নিচের সারির দলটি। তাই স্বস্তির জয়ে শিরোপা পুনরুদ্ধারের মিশন শুরু করল রিয়াল।
জয় দিয়েই স্প্যানিশ লা লিগার নতুন মৌসুমের শুরুটা রাঙাল রিয়াল মাদ্রিদ। নিজেদের প্রথম ম্যাচে ওসাসুনাকে ১-০ গোলে হারিয়েছে মাদ্রিদের প্রতিনিধিরা। সান্তিয়াগো বার্নাব্যুতে স্বাগতিকদের হয়ে স্পট কিকে ব্যবধান গড়ে দেওয়া গোলটি করেন কিলিয়ান এমবাপ্পে।
জয়ের ব্যবধান ন্যূনতম হলেও ম্যাচজুড়ে ওসাসুনার ওপর প্রাধান্য বিস্তার করে খেলেছে রিয়াল। বল দখল, আক্রমণ, প্লেসিং, পাসিং- সবকিছুতেই নেতৃত্ব দিয়েছে স্বাগতিকরা। ৭১ শতাং বল দখলে রেখে জায়ান্টদের নেওয়া ১৮ শটের মধ্যে পাঁচটি লক্ষ্যে ছিল। বিপরীতে দুটি শট নিয়ে একটিও লক্ষ্যে রাখতে পারেনি ওসাসুনা। কিক অফের পর থেকেই আক্রমণে যায় রিয়াল। সে আক্রমণের কোনো জবাব না দিয়ে বরং রক্ষণে মনোযোগ দেয় ওসাসুনা।
তাই রক্ষণ নিয়ে না ভেবে একের পর এক তাদের অর্ধে আক্রমণ চালাতে থাকে রিয়াল। যদিও ওসাসুনার অর্ধে মোট ২১ জন খেলোয়াড় থাকায় খুব বেশি সুযোগ তৈরি করতে পারেনি হান্সি ফ্লিকের শিষ্যরা। প্রথমার্ধে বিচ্ছিন্ন কিছু সুযোগ তৈরি করলেও সফল হতে পারেনি গত আসরের রানার্সআপরা। গোলহীন প্রথমার্ধের পর বিরতির থেকে ফেরার কিছুক্ষণের মধ্যেই উৎসবের উপলক্ষ্য পায় স্পেন তথা ইউরোপের সফলতম ক্লাবটি।
৫১ মিনিটে সফল স্পট কিকে ওসাসুনার জালে বল পাঠান এমবাপ্পে। তার আগে এই ফরাসি ফরোয়ার্ড সফরকারীদের ডি বক্সে ফাউলের শিকার হলে রেফারি পেনাল্টির বাঁশি বাজান। রিয়ালের হয়ে এটা এমবাপ্পের ৩২তম গোল। পিএসজি ছেড়ে আসার পর প্রথম মৌসুমে ৩৪ ম্যাচে ৩১ বার জালের দেখে পেয়েছিলেন তারকা ফুটবলার। গোল হজমের পর আক্রমণে মনোযোগ দেয় ওসাসুনা। তবে গোলের সুযোগও তৈরি করেও ম্যাচে ফিরতে পারেনি নিচের সারির দলটি। তাই স্বস্তির জয়ে শিরোপা পুনরুদ্ধারের মিশন শুরু করল রিয়াল।
দারুণ ফর্মে রয়েছে রিয়াল মাদ্রিদ। ঘরোয়া থেকে ইউরোপিয়ান ফুটবল- প্রতিটি জায়গাতেই দাপট দেখিয়ে চলেছে কোচ জাবি আলোনসোর শিষ্যরা। লা লিগায় এখন পর্যন্ত ৯ ম্যাচ খেলে জিতেছে ৮টিতেই। হার বলতে একটিতে।
৫ ঘণ্টা আগেদারুণ সময় কাটছে আর্সেনালের। আগে থেকেই জয়ের ছন্দে ছিল কোচ মিকেল আর্তেতার শিষ্যরা। ছুটে চলছিল জয়ে রথে চেপে। তার ধারাবাহিকতায় চ্যাম্পিয়নস লিগে তুলে নিয়েছে আরও একটি বড় জয়। ইংলিশ জায়ান্ট ক্লাবটি ৪-০ গোলে উড়িয়ে দিয়েছে অ্যাটলেটিকো মাদ্রিদকে। সব ধরনের টুর্নামেন্ট মিলিয়ে এনিয়ে টানা ছয় ম্যাচে জয় পেল ক্লাবটি।
৫ ঘণ্টা আগেবার্সেলোনাকে হারানোর পর থেকেই সময়টা যেন ভালো যাচ্ছিল না। মাঠের পারফরম্যান্সে কোথায় যেন খেই হারিয়ে ফেলেছিল পিএসজি। ফরাসি লিগ ওয়ানে হোঁচট খেয়ে বসে পরপর দুই ম্যাচে। স্ত্রাসবুর্গের বিপক্ষে ছয় গোলের থ্রিলার ম্যাচে জয়বঞ্চিত হয়েছে দলটি।
৬ ঘণ্টা আগেবাবা ক্রিশ্চিয়ানো রোনালদোর মতো ছেলেও খেলবেন পর্তুগালের জাতীয় দলে। স্বপ্নের সেই পথে একটু একটু করে এগোচ্ছেন তনয় ক্রিশ্চিয়ানো জুনিয়র। গত মে’তে পর্তুগাল অনূর্ধ্ব-১৫ দলে জায়গা পেয়েছিলেন।
৯ ঘণ্টা আগে