জুনিয়র সার্ভিসেস কাবাডি লিগের সেমিফাইনাল লাইনআপ চূড়ান্ত

স্পোর্টস রিপোর্টার
প্রকাশ : ২৯ মে ২০২৫, ১৮: ২৩

চূড়ান্ত হয়েছে সার্ভিসেস কাবাডি লিগের (জুনিয়র) সেমিফাইনাল লাইনআপ। আগামীকাল বিকেল সাড়ে তিনটায় প্রথম সেমিফাইনালে ‘এ’ গ্রুপ চ্যাম্পিয়ন বাংলাদেশ সেনাবাহিনী মুখোমুখি হবে ‘বি’ গ্রুপ রানার্সআপ ফায়ার সার্ভিসের। বিকেল ৪টা ৪০ মিনিটে দ্বিতীয় সেমিফাইনালে লড়বে ‘বি’ গ্রুপ চ্যাম্পিয়ন বাংলাদেশ নৌবাহিনী ও ‘এ’ গ্রুপ রানার্স আপ বাংলাদেশ পুলিশ।

সার্ভিসেস কাবাডি লিগের শেষ দল হিসেবে আজ সেমিফাইনাল নিশ্চিত করেছে ফায়ার সার্ভিস। পল্টনের কাবাডি স্টেডিয়ামে অনুষ্ঠিত ‘বি’ গ্রুপের শেষ ম্যাচে ফায়ার সার্ভিস ৪৩-৩২ পয়েন্টে হারিয়েছে বিমান বাহিনীকে।

বিজ্ঞাপন

অথচ প্রথমার্ধে দারুণ জমে উঠে দুই দলের খেলা। মাত্র ২ পয়েন্ট এগিয়ে থেকে ফায়ার সার্ভিস বিরতিতে যায়। ফায়ার সার্ভিসের ১৬ পয়েন্টের বিপরীতে বিমান বাহিনীর ছিল ১৪ পয়েন্ট। তবে দ্বিতীয়ার্ধে ম্যাচ থেকে ছিটকে পড়ে বিমান বাহিনী। ফায়ার সার্ভিস যেভাবে পয়েন্ট বাড়িয়ে নিয়েছে তার সাথে তাল মেলাতে পারেনি বিমান বাহিনী। ৪৩-৩২ পয়েন্টে জয় পেয়ে সেমিফাইনালে পৌঁছে যায় ফায়ার সার্ভিস। ম্যাচের সেরা খেলোয়াড় হয়েছেন ফায়ার সার্ভিসের হাসিবুল হোসেন।

ছয়টি দল নিয়ে গত সোমবার শুরু হয় সার্ভিসেস কাবাডি লিগ (জুনিয়র)। দলগুলো হচ্ছে - বাংলাদেশ সেনাবাহিনী, বাংলাদেশ নৌবাহিনী, বাংলাদেশ বিমান বাহিনী, বাংলাদেশ পুলিশ, বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) এবং বাংলাদেশ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স। ছয়টি দল দুই গ্রুপে ভাগ হয়ে প্রতিদ্বন্দ্বিতা করে। প্রতি গ্রুপের চ্যাম্পিয়ন ও রানার্স আপ দল সেমিফাইনালে উত্তীর্ণ হয়েছে। আগামী শনিবার অনুষ্ঠিত হবে ফাইনাল ম্যাচ।

বিষয়:

কাবাডি
এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত