ফ্রান্সে গিয়ে বিপাকে মার্টিনেজ

স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ১০ আগস্ট ২০২৫, ১৫: ০৫

ফ্রান্সের ফুটবলপ্রেমীদের কাছে এমিলিয়ানো মার্টিনেজ যেন রীতিমতো এক ভিলেন। ২০২২ কাতার বিশ্বকাপ ফাইনালে টাইব্রেকারে ফরাসিদের দুটি শট ঠেকিয়ে আর্জেন্টিনার তৃতীয় শিরোপা নিশ্চিত করেন বাজপাখি হিসেবে খ্যাত এই গোলরক্ষক। মাঠের দারুণ পারফরম্যান্সের পর কটাক্ষ করেও ফ্রান্সের ভক্তদের চোখের কাঁটা বনে গেছেন মার্টিনেজ।

আলোচিত সেই বিশ্বকাপের পর যতবার ফ্রান্সে গেছেন- প্রতিবারই দেশটির সমর্থকদের তোপের মুখে পড়তে হয়েছে মার্টিনেজকে। সবশেষ ফ্রান্স সফরেও রেহাই পাননি আর্জেন্টিনার তৃতীয় বিশ্বকাপ জয়ের অন্যতম এই নায়ক।

বিজ্ঞাপন

প্রাক মৌসুম প্রীতি ম্যাচ খেলতে ফ্রান্স সফর করেছিল অ্যাস্টন ভিলা। শনিবার (১০ আগস্ট) ফরাসি ক্লাবটির মাঠ থেকে ৩-১ গোলের জয় নিয়ে ফিরেছে প্রিমিয়ার লিগের ক্লাবটি। স্তাদে ভেলোড্রোমে অনুষ্ঠিত ম্যাচটিতে ভিলার শুরুর একাদশে ছিলেন না মার্টিনেজ।

ডাগআউটে বসে থাকার সময় তার ছবি জায়ান্ট স্ক্রিনে ভেসে উঠতেই যেন মাথা গরম হয়ে যায় স্বাগতিক সমর্থকদের। সঙ্গে সঙ্গে তারকা গোলরক্ষককে দুয়ো দিতে শুরু করেন সমর্থকরা। অনেকেই আবার কটাক্ষ করতে গিয়ে হুইসেল বাজিয়েছেন। যদিও সেসবে নজর না দিয়ে ডাগআউটে বসে সতীর্থদের সঙ্গে আলাপ চালিয়ে যান মার্টিনেজ।

উয়েফা চ্যাম্পিয়নস লিগের সবশেষ আসর খেলতে চলতি বছর আরো দুইবার ফ্রান্স যেতে হয়েছিল মার্টিনেজকে। মোনাকো ও প্যারিস সেন্ট জার্মেইয়ের (পিএসজি) মাঠে খেলতে নেমে প্রতিবারই ফরাসি সমর্থকদের দুয়ো শুনতে হয় তাকে।

মাওলানা মুহিবুল্লাহ মাদানি নিখোঁজ, সন্দেহের তীর ইসকনের দিকে

সাবেক চেয়ারম্যান আলাউদ্দিন তালুকদারের মৃত্যুতে লন্ডন বাংলা প্রেস ক্লাবের শোক

রাবাদার রেকর্ডে স্বস্তিতে প্রোটিয়ারা

যুক্তরাষ্ট্রের রাস্তায় ট্রাম্প-বিরোধী বিক্ষোভ নিয়ে খামেনির উপহাস

হোয়াইট হাউসে বলরুম নিয়ে রহস্য, নির্মাণে টাকা দিচ্ছে কারা

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত