আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

আর্সেনালকে হারিয়ে ফাইনালের পথে পিএসজি

স্পোর্টস ডেস্ক
আর্সেনালকে হারিয়ে ফাইনালের পথে পিএসজি

বিজ্ঞাপন

উয়েফা চ্যাম্পিয়নস লিগের সেমিফাইনালের প্রথম লেগে আর্সেনালকে ১-০ গোলে হারিয়েছে প্যারিস সেন্ট জার্মেইন (পিএসজি)। প্রতিপক্ষের মাঠ এমিরেটস স্টেডিয়ামে সফরকারী দলের হয়ে একমাত্র গোলটি করেন তারকা ফরওয়ার্ড উসমান ডেম্বেলে। এই জয়ে ফাইনালের পথে এগিয়ে গেল পিএসজি।

ম্যাচে এগিয়ে যেতে বেশি সময় নেয়নি ফ্রান্সের রাজধানীপাড়ার ক্লাবটি। চতুর্থ মিনিটে ডি বক্সে সতীর্থের কাটব্যাক পেয়ে কোনাকুনি শটে জাল কাঁপান বার্সেলোনা ছেড়ে ২০২৩ সালে পিএসজিতে যোগ দেওয়া ডেম্বেলে। গোল করে প্রথম আধাঘণ্টা আধিপত্য দেখিয়েছে পিএসজি। যদিও আর ব্যবধান বাড়াতে পারেনি লুইস এনরিকের দল।

এরপর ধীরে ধীরে নিজেদের গুছিয়ে নিয়ে পাল্টা আক্রমণ শুরু করে আর্সেনাল। ম্যাচের বাকি সময় অতিথিদের চেপে ধরে অনেক সুযোগ তৈরি করে মিকেল আর্তেতার শিষ্যরা। কিন্তু ম্যাচে ফেরা হয়নি তাদের। ডেম্বেলের ওই শুরুর গোলটাই গড়ে দেয় ম্যাচের ভীত।

দ্বিতীয় লেগে আগামী ৮ মে পার্ক দে প্রিন্সেসে পিএসজির আতিথেয়তা নেবে আর্সেনাল। ফাইনালে যেতে চাইলে সে ম্যাচে জিততেই হবে ইংলিশ প্রিমিয়ার লিগের ক্লাবটিকে। সেই সঙ্গে গোল ব্যবধানের বিষয়টিও মাথায় রাখতে হবে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

এলাকার খবর
খুঁজুন