প্রতিপক্ষের ভুলে বার্সার বাজিমাত

স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ২৪ আগস্ট ২০২৫, ১১: ০০
আপডেট : ২৪ আগস্ট ২০২৫, ১১: ২০

স্প্যানিশ লা লিগায় জয়রথ অব্যাহত রেখেছে বার্সেলোনা। নিজেদের দ্বিতীয় ম্যাচে লেভান্তেকে ৩-২ গোলে হারিয়েছে হান্সি ফ্লিকের শিষ্যরা। কাতালানরা এই জয়টি পেয়েছে প্রতিপক্ষের ভুলের কারণে।

জিতলেও ৪৮ পর্যন্ত ২-০ গোলে পিছিয়ে ছিল বার্সা। সেখান থেকে ঘুরে দাঁড়িয়ে আড়াই মিনিটের ব্যবধানে সমতায় ফেরে ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা। এরপরও ড্রয়ের দিকেই এগোচ্ছিল ম্যাচ। কিন্তু যোগ করা সময়ে লেভান্তের আত্মঘাতী গোলে পূর্ণ ৩ পয়েন্ট নিশ্চিত হয় বার্সার।

বিজ্ঞাপন

২ ম্যাচ শেষে টেবিলের শীর্ষে অবস্থান করছে বার্সা। তাদের সংগ্রহ ৬ পয়েন্ট। ৪ পয়েন্ট নিয়ে দুইয়ে আছে রিয়াল বেতিস। রায়ো বায়োকানোর অবস্থান তিনে। তাদের সংগ্রহ ৩ পয়েন্ট।

ভ্যলেন্সিয়া স্টেডিয়ামে ম্যাচের শুরু থেকেই লেভান্তেকে চেপে ধরে বার্সা। বল দখল ও আক্রমণে একচেটিয়া আধিপত্য দেখিয়েছে সফরকারীরা। যদিও খেলার ধারার বিপরীতে গিয়ে প্রথমার্ধেই দুইবার তাদের জাল কাঁপায় লেভান্তে।

১৫তম মিনিটে ইভান রোমেরোর গোলে লিড নেয় তারা। প্রথমার্ধের যোগ করা সময়ে ব্যবধান বাড়ান লেভান্তের স্প্যানিশ উইঙ্গার জোসে লুইস মোরালেস। ২ গোলে এগিয়ে থেকে বিরতিতে যায় তারা।

প্রথমার্ধের ধাক্কা কাটিয়ে উঠতে বেশি সময় নেয়নি বার্সা। ৪৯ মিনিটে লামিনে ইয়ামালের পাস পেয়ে বক্সের বাইরে থেকে জোরালো শটে স্কোরলাইন ২-১ করেন পেদ্রি। ৫২ মিনিটে অতিথিদের ম্যাচে ফেরান ফেররান তোরেস। রাফিনহার কর্নার থেকে দারুণ এক ভলিতে লক্ষ্যভেদ করেন স্প্যানিশ ফরোয়ার্ড। ‍

লেভান্তের গোলরক্ষক পাবলো কাম্পোসের দৃঢ়তার কারণে নির্ধারিত সময়ে বেশ কয়েকবার হতাশ হতে হয় বার্সাকে। অবশেষে যোগ করা সময়ের প্রথম মিনিটে সেই ব্যবধান গড়ে দেওয়া আত্মঘাতী গোল। ডি বক্সে ইয়ামালের ক্রস হেডে ক্লিয়ার করতে গিয়ে নিজেদের জালে জড়ান উনাই এলগেজেবাল।

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত