আর্জেন্টিনার জয়রথ থামাল কলম্বিয়া

স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ১১ জুন ২০২৫, ০৮: ১২
আপডেট : ১১ জুন ২০২৫, ০৮: ৩৫

বিজ্ঞাপন

লাল কার্ড, হাতাহাতি, উত্তেজনা, কোনো কিছুরই কমতি ছিল না আর্জেন্টিনা এবং কলম্বিয়ার মধ্যকার ম্যাচে৷ ঘটনাবহুল ম্যাচটিতে জিততে পারেনি লা আলবিসেলেস্তেরা। কলম্বিয়ার সঙ্গে ১-১ গোলের ড্র নিয়ে মাঠ ছেড়েছে লিওনেল স্কালোনির শিষ্যরা।

এর মাধ্যমে টানা চার জয়ের পর থামল আর্জেন্টিনা। সবশেষ গত নভেম্বরে প্যারাগুয়ের কাছে হেরেছিল ডিফেন্ডিং বিশ্ব চ্যাম্পিয়নরা। পরিস্থিতি বিবেচিনায় কলম্বিয়ার সঙ্গে এই ড্র'টাই জয় সমতূল্য তাদের জন্য। বুয়েন্স আয়ারসের এস্তাদিও মনুমেন্টালে ম্যাচের আধাঘণ্টা না যেতেই পিছিয়ে পড়ে স্বাগতিকরা। ২৪ মিনিটে তাদের জালে বল পাঠান লিভারপুল তারকা লুইস দিয়াস। এই গোলে পিছিয়ে থেকে প্রথমার্ধের খেলা শেষ করে আর্জেন্টিনা।

বিরতির পরও গোল শোধ করার চেষ্টায় সফল হতে পারছিল না আর্জেন্টিনা।

উল্টো ৭০ মিনিটে এনজো ফার্নান্দেজ লাল কার্ড দেখে মাঠ ছাড়লে ১০ জনের দলে পরিণত হয় তিনবারের চ্যাম্পিয়নরা। তার আট মিনিট পর লিওনেল মেসিকে তুলে নেন স্কালোনি। সব মিলিয়ে কলম্বিয়ার বিপক্ষে বাছাইপর্বের প্রথম দেখার মতো চোখ রাঙাচ্ছিল আরেকটি হার৷ সে ভয় দূর করেন থিয়াগো আলমাদা। নির্ধারিত সময়ের নয় মিনিট আগে মেসির বদলি হিসেবে নামা এজেকিয়েল পালাসিওসের সহায়তায় জালে বল জড়ান এই তরুণ স্ট্রাইকার। তাতেই ম্যাচে ফেরে আর্জেন্টিনা। বাকি সময়ে আক্রমণ পাল্টা আক্রমণে খেলা হলেও কোনো দল গোলের দেখা পায়নি।

ল্যাটিন আমেরিকা অঞ্চলের বাছাইপর্বের শীর্ষে আছে আর্জেন্টিনা। আগেই মূল পর্ব নিশ্চিত করা দলটির সংগ্রহ ৩৫ পয়েন্ট৷ ১৬ ম্যাচ খেলেছে তারা। সমান ম্যাচে ২২ পয়েন্ট নিয়ে ছয়ে অবস্থান করছে কলম্বিয়া।

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত