স্পোর্টস ডেস্ক
ব্রেন্টফোর্ডের হয়ে ইংলিশ প্রিমিয়ার লিগের সবশেষ মৌসুমটা দারুণ পার করেছেন ব্রায়ান এমবুমো। তাতেই বেশ কয়েকটি ক্লাবের সঙ্গে লড়াইয়ের পর এই উইঙ্গারকে দলে ভেড়ায় ম্যানচেস্টার ইউনাইটেড। প্রিমিয়ার লিগের শীর্ষ ক্লাবটিতে এসে স্বপ্নপূরণের কথা শোনালেন খোদ এমবুমোরো।
একদিন ইউনাইটেডর হয়ে খেলবেন- ছেলেবেলা থেকেই এমন স্বপ্ন দেখতেন এমবুমো। অবশেষে পেশাদার ক্যারিয়ারে তৃতীয় ক্লাব হিসেবে পেলেন ইউনাইটেডকে। শৈশবের ক্লাবে যোগ দিতে পেরে খুব স্বাভাবিকভাবেই আনন্দে ভাসছেন এমবুমো।
ফরাসি ক্লাব ত্রয়েস ছেড়ে ২০১৯ সালের গ্রীষ্মে ব্রেন্টফোর্ডে যোগ দেন এমবুমো। গত ছয় মৌসুমে ক্লাবটির হয়ে ২৪২ ম্যাচে মাঠে নামেন। নিজে ৭০ গোল করার পাশাপাশি সতীর্থদের দিয়ে করান আরো ৫১টি। সবশেষ লিগ মৌসুমে জালের দেখা পান ২০ বার।
তার থেকে বেশি গোল করতে পেরেছেন আর মাত্র তিনজন। এমন পারফরম্যান্সের পর ইউনাইটেড ছাড়াও তাকে নিজেদের করে পাওয়ার লড়াইয়ে নামে চেলসি, টটেনহাম হটস্পার, নিউক্যাসল ইউনাইটেড, আর্সেনালের মতো শীর্ষ ক্লাবগুলো। শেষ পর্যন্ত এই লড়াইয়ে জিতল ম্যানচেস্টারের প্রতিনিধিরা।
ইউনাইটেডে যোগ দেওয়ার পর অনুভূতি প্রকাশ করতে গিয়ে এমবুমো বলেন, ‘ইউনাইটেডে যাওয়ার সুযোগ আছে- এটা শোনার পর আমাকে সে সুযোগ নিতেই হতো। কারণ এটা আমার স্বপ্নের ক্লাব। আমি ছেলেবেলায় এই ক্লাবের জার্সি পরেছি।’
নিজের লক্ষ্য নিয়ে এমবুমো বলেন, ‘আমি সব সময়ই গতকালের চেয়ে ভালো করার চেষ্টা করি। বিশ্বমানের ফুটবলারদের সঙ্গে খেলার মানসিকতা, কোচ রুবেন আমোরিমের কাছ থেকে শেখা কিংবা নিজেকে অন্য উচ্চতায় নিয়ে যাওয়ার মানসিকতা আমার আছে।’
ব্রেন্টফোর্ডের হয়ে ইংলিশ প্রিমিয়ার লিগের সবশেষ মৌসুমটা দারুণ পার করেছেন ব্রায়ান এমবুমো। তাতেই বেশ কয়েকটি ক্লাবের সঙ্গে লড়াইয়ের পর এই উইঙ্গারকে দলে ভেড়ায় ম্যানচেস্টার ইউনাইটেড। প্রিমিয়ার লিগের শীর্ষ ক্লাবটিতে এসে স্বপ্নপূরণের কথা শোনালেন খোদ এমবুমোরো।
একদিন ইউনাইটেডর হয়ে খেলবেন- ছেলেবেলা থেকেই এমন স্বপ্ন দেখতেন এমবুমো। অবশেষে পেশাদার ক্যারিয়ারে তৃতীয় ক্লাব হিসেবে পেলেন ইউনাইটেডকে। শৈশবের ক্লাবে যোগ দিতে পেরে খুব স্বাভাবিকভাবেই আনন্দে ভাসছেন এমবুমো।
ফরাসি ক্লাব ত্রয়েস ছেড়ে ২০১৯ সালের গ্রীষ্মে ব্রেন্টফোর্ডে যোগ দেন এমবুমো। গত ছয় মৌসুমে ক্লাবটির হয়ে ২৪২ ম্যাচে মাঠে নামেন। নিজে ৭০ গোল করার পাশাপাশি সতীর্থদের দিয়ে করান আরো ৫১টি। সবশেষ লিগ মৌসুমে জালের দেখা পান ২০ বার।
তার থেকে বেশি গোল করতে পেরেছেন আর মাত্র তিনজন। এমন পারফরম্যান্সের পর ইউনাইটেড ছাড়াও তাকে নিজেদের করে পাওয়ার লড়াইয়ে নামে চেলসি, টটেনহাম হটস্পার, নিউক্যাসল ইউনাইটেড, আর্সেনালের মতো শীর্ষ ক্লাবগুলো। শেষ পর্যন্ত এই লড়াইয়ে জিতল ম্যানচেস্টারের প্রতিনিধিরা।
ইউনাইটেডে যোগ দেওয়ার পর অনুভূতি প্রকাশ করতে গিয়ে এমবুমো বলেন, ‘ইউনাইটেডে যাওয়ার সুযোগ আছে- এটা শোনার পর আমাকে সে সুযোগ নিতেই হতো। কারণ এটা আমার স্বপ্নের ক্লাব। আমি ছেলেবেলায় এই ক্লাবের জার্সি পরেছি।’
নিজের লক্ষ্য নিয়ে এমবুমো বলেন, ‘আমি সব সময়ই গতকালের চেয়ে ভালো করার চেষ্টা করি। বিশ্বমানের ফুটবলারদের সঙ্গে খেলার মানসিকতা, কোচ রুবেন আমোরিমের কাছ থেকে শেখা কিংবা নিজেকে অন্য উচ্চতায় নিয়ে যাওয়ার মানসিকতা আমার আছে।’
দক্ষিণ আফ্রিকা লিড নিতে পারবে কি না, সেটা নিয়েই দেখা দিয়েছিল অনিশ্চয়তা। কিন্তু দশম উইকেটে ক্যাগিসো রাবাদা পার্টনার সেনুরান মুথুসামির সঙ্গে দুরন্ত ব্যাটিং করে লিখে ফেলেছেন নতুন ইতিহাস। রাওয়ালপিন্ডি টেস্টের তৃতীয় দিনে আজ বুধবার পাকিস্তানের বোলারদের হতাশ করে রেকর্ড গড়েছেন তারকা এ পেসার।
১৭ মিনিট আগেপ্রথম ইনিংসের মতো আফগানিস্তান দ্বিতীয় ইনিংসও বড় করতে পারল না। রিচার্ড এনগারাভা ও ব্লেসিং মুজারাবানির দুর্দান্ত বোলিংয়ে অতিথি দলটি গুটিয়ে গেল অল্প রানে। তাতে ব্যাট-বলের দাপুটে পারফরম্যান্সে তিনদিনেই হারারে টেস্ট জিতে নিল জিম্বাবুয়ে।
৪২ মিনিট আগেদারুণ ফর্মে রয়েছে রিয়াল মাদ্রিদ। ঘরোয়া থেকে ইউরোপিয়ান ফুটবল- প্রতিটি জায়গাতেই দাপট দেখিয়ে চলেছে কোচ জাবি আলোনসোর শিষ্যরা। লা লিগায় এখন পর্যন্ত ৯ ম্যাচ খেলে জিতেছে ৮টিতেই। হার বলতে একটিতে।
১০ ঘণ্টা আগেদারুণ সময় কাটছে আর্সেনালের। আগে থেকেই জয়ের ছন্দে ছিল কোচ মিকেল আর্তেতার শিষ্যরা। ছুটে চলছিল জয়ে রথে চেপে। তার ধারাবাহিকতায় চ্যাম্পিয়নস লিগে তুলে নিয়েছে আরও একটি বড় জয়। ইংলিশ জায়ান্ট ক্লাবটি ৪-০ গোলে উড়িয়ে দিয়েছে অ্যাটলেটিকো মাদ্রিদকে। সব ধরনের টুর্নামেন্ট মিলিয়ে এনিয়ে টানা ছয় ম্যাচে জয় পেল ক্লাবটি।
১১ ঘণ্টা আগে