পিএসএলে ফিরে উচ্ছ্বাস প্রকাশ করলেন সাকিব

স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ১৭ মে ২০২৫, ১৫: ৩১

পাকিস্তান সুপার লিগের (পিএসএল) মাঝপথে দল পেয়েছেন সাকিব আল হাসান। লাহোর কালান্দার্সের হয়ে খেলবেন তারকা অলরাউন্ডার। ইতোমধ্যে ফ্রাঞ্চাইজিটির সঙ্গে যোগ দিয়েছেন। পিএসএলে ফিরে উচ্ছ্বাস প্রকাশ করেছেন বাংলাদেশের সাবেক অলরাউন্ডার।

পিএসএলে দিয়ে গত নভেম্বরে পর প্রতিযোগিতামূলক ক্রিকেটে ফিরছেন সাকিব। টুর্নামেন্টটির প্লেয়ার্স ড্রাফটে দল পাননি। পিএসএল স্থগিত হওয়ায় দেশে ফিরে যাওয়া ড্যারেল মিচেলের বদলি হিসেবে সাকিবকে দলে টেনেছে লাহোর। সম্প্রতি এই ক্রিকেটারকে পিএসএল খেলার অনুমোদন দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

বিজ্ঞাপন

নিজেদের ভেরিফাইড ফেসবুক পেইজে সাকিবের একটি হাস্যেজ্জল ভিডিও পোস্ট করেছে লাহোর। সে ভিডিওতে সাকিব বলেন, ‘পিএসএলে ফিরতে পেরে আমি উচ্ছ্বসিত। আগামীকাল আমাদের একটি ম্যাচ আছে। সে ম্যাচটি খুবই গুরুত্বপূর্ণ। আমি সে ম্যাচের অপেক্ষায় আছি।’

সাকিব ছাড়াও এদিন লাহোরে যোগ দিয়েছেন শ্রীলঙ্কার দুই ক্রিকেটার কুশল পেরেরো ও ভানুকা রাজাপাকসে। সবার ছবি পোস্ট করে ক্যাপশনে ফ্রাঞ্চাইজিটি লিখেছে, ‘কুশল পেরেরা, সাকিব আল হাসান এবং ভানুকা রাজাপাকসে ইসলামাবাদ এসে পৌঁছেছেন। তারা তাদের কাজের ব্যাপারে মনোযোগী। বিদেশি ক্রিকেটাররা পিএসএল ২০২৫ আলোকিত করার জন্য প্রস্তুত। আপনি প্রস্তুত তো?’

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত