সিলেট আউটার মাঠে অনুশীলনের প্রস্তুতি নিচ্ছিল চট্টগ্রাম রয়্যালস, তখনই সতীর্থের সঙ্গে ধাক্কা খেয়ে মাথায় ব্যথা পান বাঁহাতি পেসার শরিফুল ইসলাম। সঙ্গে সঙ্গে নেওয়া হয় হাসপাতালে। সেখানে স্ক্যান করানোর পর জানা যায় গুরুতর কিছু হয়নি। তিনি সুস্থ আছেন। তবে আগামীকাল রংপুর রাইডার্সের বিপক্ষে ম্যাচে মাঠে নামবেন কি না-সেটা এখনো নিশ্চিত নয়।
শরিফুলের ইনজুরি নিয়ে গতকাল সংবাদমাধ্যমকে দলটির ডিরেক্টর হাবিবুল বাশার সুমন বলেন, ‘সবকিছু ঠিক আছে। স্ক্যান করা হয়েছে, সমস্যা নেই।’ গুরুতর কোনো সমস্যা না হওয়ায় শরিফুলকে ছেড়ে দিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ। তবে হাসপাতাল থেকে অনুশীলনে আসেননি তিনি। বিশ্রাম নিয়েছেন টিম হোটেলে।
বিপিএল শুরুর আগের দিন উত্তাপ ছড়ানো চট্টগ্রাম রয়্যালসের হয়ে প্রথম ম্যাচে তিন ওভারে ১৪ রান দিয়ে দুই উইকেট নেন শরিফুল ইসলাম। কোনো কারণে তিনি ছিটকে গেলে এটা হতে পারত বড় দুর্ঘটনা। তবে সে ধরনের কোনো ঝামেলায় পড়তে হয়নি দলটিকে।
এদিকে শরিফুলের ইনজুরির দিনে নতুন চার ক্রিকেটারকে দলে ভিড়িয়েছে চট্টগ্রাম রয়্যালস। দেশি সাদমান ইসলামের সঙ্গে দলে যোগ দেবেন তিন বিদেশি আমির জামাল, আসিফ আলী ও হাসান নাওয়াজ। তারা কবে নাগাদ দলে যোগ দিচ্ছেন, তা এখনো নিশ্চিত নয়। তবে সাদমান ইসলাম গতকালই যোগ দিয়েছেন চট্টগ্রাম দলের সঙ্গে।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

