মাঠেই অসুস্থ হয়ে পড়লেন ফজলে রাব্বি

স্পোর্টস রিপোর্টার
প্রকাশ : ২৫ অক্টোবর ২০২৫, ১৮: ৫১

জাতীয় ক্রিকেট লিগের (এনসিএল) প্রথম দিনে খুলনায় ঘটেছে অঘটন। খুলনা বিভাগীয় ক্রিকেট স্টেডিয়ামে প্রথম রাউন্ডের ম্যাচে বরিশালের বিপক্ষে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় খুলনা।

খুলনার ব্যাটিং চলাকালে ১৯ ওভার শেষে হুট করে বাউন্ডারি লাইনে মাথা ঘুরিয়ে পড়ে যান বরিশালের ক্রিকেটার ফজলে রাব্বি। অ্যাম্বুলেন্সে করে মাঠের হাসপাতালে নেওয়ার উদ্যোগ নেওয়া হলেও শেষ পর্যন্ত তার প্রয়োজন হয়নি।

বিজ্ঞাপন

পরে জানা গেছে, রক্ত চাপ কমে যাওয়ায় মাঠে হুট করে অসুস্থ হয়ে পড়েন তিনি। সঙ্গে জ্বর ছিল তার শরীরে। এমনটাই জানান দলটির ম্যানেজার গোলাম কিবরিয়া সোহেল। তিনি জানান, আপাতত রক্তচাপ স্বাভাবিক হলেও তার শরীরে এখন জ্বর আছে। ফলে ম্যাচ খেলার জন্য তিনি সুস্থ নন।

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিষয়:

ক্রিকেট
এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত