স্পোর্টস ডেস্ক
ফুটবল অঙ্গন থেকে যেন রাহুর দশা শেষই হচ্ছে না। সম্প্রতি সড়ক দূর্ঘটনায় প্রাণ হারিয়েছেন লিভারপুলের পর্তুগিজ ফরওয়ায়ার্ড দিয়োগো জতা ও তার ভাই। এবার কয়েকদিনের মাথায় ভয়ঙ্কর ইনজুরিতে পড়লেন জামাল মুসিয়ালা- পায়ের গোড়ালি ভেঙে গেছে তরুণ মিডফিল্ডারের। এজন্য জিয়ানলুইজি দোন্নারুম্মাকে দায়ী করছেন বায়ার্ন মিউনিখের প্রধান কোচ ভিনসেন্ট কোম্পানি ও গোলরক্ষক ম্যানুয়েল ন্যুয়ার।
ঘটনাটি ঘটেছে ক্লাব বিশ্বকাপের তৃতীয় কোয়ার্টার ফাইনাল ম্যাচে। যেখানে প্যারিস সেন্ট জার্মেইনের (পিএসজি) কাছে ২-০ গোলে হেরে টুর্নামেন্ট থেকে বিদায় নিয়েছে জার্মানির শীর্ষ ক্লাবটি। মার্সিডিজ বেঞ্জ স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচটিতে জয়-পরাজয়কে পাশে রেখে আলোচনায় উঠে এসেছে মুসিয়ালার ইনজুরি।
প্রথমার্ধের শেষদিকের ঘটনা। পিএসজির ডি বক্সে সতীর্থের বাড়ানো বলের নাগাল পেতে দৌঁড়ে যাচ্ছিলেন মুসিয়ালা। একই সময় বলের নিয়ন্ত্রণ নিতে ঝাঁপিয়ে পড়েন দোন্নারুম্মা। তার গায়ে পা আটকে ছিটকে পড়ে যান মুসিয়ালা। তখনই টিভি ক্যামেরায় দেখা যায়, ২২ বছর বয়সী ফুটবলারের বাঁ পায়ের গোড়ালি বেঁকে গেছে। প্রচন্ড ব্যথা সহ্য না করতে পেরে চিৎকার করেছেন মুসিয়ালা। যে দৃশ্য দেখে দুই দলের ফুটবলাররা মর্মাহত হয়ে পড়েন। শুরুতে বুঝতে না পারলেও পরবর্তীতে মুসিয়ালার এমন ভয়ঙ্কর ইনজুরিতে কেঁদেছেন দোন্নারুম্মা। এরপরও প্রতিপক্ষ খেলোয়াড়ের ইনজুরির দায় এড়াতে পারছেন না পিএসজির এই ইতালিয়ান গোলরক্ষক।
ম্যাচ শেষে কোম্পানি বলেন, ‘প্রথমার্ধে আমি রেগেছি এমন ঘটনা খুব কম ঘটেছে। এবার আমার রাগ হয়েছে। সেটা আমার খেলোয়াড়দের ওপর নয়। আমি জানি জীবনে ফুটবল ছাড়াও আরও গুরুত্বপূর্ণ অনেক কিছু আছে। ছেলেদের জন্য ফুটবলটাই জীবন। জামালের মতো ফুটবলাররা এই খেলাটার জন্যই বাঁচে। সে চোট থেকে ফিরেই মাঠে নেমেছিল। আবার একই অভিজ্ঞতা হলো তার। এমন পরিস্থিতিতে আপনার নিজেকে অসহায় মনে হবে। আমার রক্ত এখনও টগবড় করছে।’
দোন্নারুম্মার ওপর ক্ষোভ প্রকাশ করতে গিয়ে ন্যুয়ার বলেন, ‘দোন্নারুম্মা ওভাবে চ্যালেঞ্জ না জানালেও পারতো। এটা ঝুঁকিপূর্ণ চ্যালেঞ্জ ছিল। সে আমাদের একজনকে ইনজুরিতে ফেলার জন্য এমন ঝুঁকি নিয়েছে।’
ফুটবল অঙ্গন থেকে যেন রাহুর দশা শেষই হচ্ছে না। সম্প্রতি সড়ক দূর্ঘটনায় প্রাণ হারিয়েছেন লিভারপুলের পর্তুগিজ ফরওয়ায়ার্ড দিয়োগো জতা ও তার ভাই। এবার কয়েকদিনের মাথায় ভয়ঙ্কর ইনজুরিতে পড়লেন জামাল মুসিয়ালা- পায়ের গোড়ালি ভেঙে গেছে তরুণ মিডফিল্ডারের। এজন্য জিয়ানলুইজি দোন্নারুম্মাকে দায়ী করছেন বায়ার্ন মিউনিখের প্রধান কোচ ভিনসেন্ট কোম্পানি ও গোলরক্ষক ম্যানুয়েল ন্যুয়ার।
ঘটনাটি ঘটেছে ক্লাব বিশ্বকাপের তৃতীয় কোয়ার্টার ফাইনাল ম্যাচে। যেখানে প্যারিস সেন্ট জার্মেইনের (পিএসজি) কাছে ২-০ গোলে হেরে টুর্নামেন্ট থেকে বিদায় নিয়েছে জার্মানির শীর্ষ ক্লাবটি। মার্সিডিজ বেঞ্জ স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচটিতে জয়-পরাজয়কে পাশে রেখে আলোচনায় উঠে এসেছে মুসিয়ালার ইনজুরি।
প্রথমার্ধের শেষদিকের ঘটনা। পিএসজির ডি বক্সে সতীর্থের বাড়ানো বলের নাগাল পেতে দৌঁড়ে যাচ্ছিলেন মুসিয়ালা। একই সময় বলের নিয়ন্ত্রণ নিতে ঝাঁপিয়ে পড়েন দোন্নারুম্মা। তার গায়ে পা আটকে ছিটকে পড়ে যান মুসিয়ালা। তখনই টিভি ক্যামেরায় দেখা যায়, ২২ বছর বয়সী ফুটবলারের বাঁ পায়ের গোড়ালি বেঁকে গেছে। প্রচন্ড ব্যথা সহ্য না করতে পেরে চিৎকার করেছেন মুসিয়ালা। যে দৃশ্য দেখে দুই দলের ফুটবলাররা মর্মাহত হয়ে পড়েন। শুরুতে বুঝতে না পারলেও পরবর্তীতে মুসিয়ালার এমন ভয়ঙ্কর ইনজুরিতে কেঁদেছেন দোন্নারুম্মা। এরপরও প্রতিপক্ষ খেলোয়াড়ের ইনজুরির দায় এড়াতে পারছেন না পিএসজির এই ইতালিয়ান গোলরক্ষক।
ম্যাচ শেষে কোম্পানি বলেন, ‘প্রথমার্ধে আমি রেগেছি এমন ঘটনা খুব কম ঘটেছে। এবার আমার রাগ হয়েছে। সেটা আমার খেলোয়াড়দের ওপর নয়। আমি জানি জীবনে ফুটবল ছাড়াও আরও গুরুত্বপূর্ণ অনেক কিছু আছে। ছেলেদের জন্য ফুটবলটাই জীবন। জামালের মতো ফুটবলাররা এই খেলাটার জন্যই বাঁচে। সে চোট থেকে ফিরেই মাঠে নেমেছিল। আবার একই অভিজ্ঞতা হলো তার। এমন পরিস্থিতিতে আপনার নিজেকে অসহায় মনে হবে। আমার রক্ত এখনও টগবড় করছে।’
দোন্নারুম্মার ওপর ক্ষোভ প্রকাশ করতে গিয়ে ন্যুয়ার বলেন, ‘দোন্নারুম্মা ওভাবে চ্যালেঞ্জ না জানালেও পারতো। এটা ঝুঁকিপূর্ণ চ্যালেঞ্জ ছিল। সে আমাদের একজনকে ইনজুরিতে ফেলার জন্য এমন ঝুঁকি নিয়েছে।’
দারুণ ফর্মে রয়েছে রিয়াল মাদ্রিদ। ঘরোয়া থেকে ইউরোপিয়ান ফুটবল- প্রতিটি জায়গাতেই দাপট দেখিয়ে চলেছে কোচ জাবি আলোনসোর শিষ্যরা। লা লিগায় এখন পর্যন্ত ৯ ম্যাচ খেলে জিতেছে ৮টিতেই। হার বলতে একটিতে।
৯ ঘণ্টা আগেদারুণ সময় কাটছে আর্সেনালের। আগে থেকেই জয়ের ছন্দে ছিল কোচ মিকেল আর্তেতার শিষ্যরা। ছুটে চলছিল জয়ে রথে চেপে। তার ধারাবাহিকতায় চ্যাম্পিয়নস লিগে তুলে নিয়েছে আরও একটি বড় জয়। ইংলিশ জায়ান্ট ক্লাবটি ৪-০ গোলে উড়িয়ে দিয়েছে অ্যাটলেটিকো মাদ্রিদকে। সব ধরনের টুর্নামেন্ট মিলিয়ে এনিয়ে টানা ছয় ম্যাচে জয় পেল ক্লাবটি।
৯ ঘণ্টা আগেবার্সেলোনাকে হারানোর পর থেকেই সময়টা যেন ভালো যাচ্ছিল না। মাঠের পারফরম্যান্সে কোথায় যেন খেই হারিয়ে ফেলেছিল পিএসজি। ফরাসি লিগ ওয়ানে হোঁচট খেয়ে বসে পরপর দুই ম্যাচে। স্ত্রাসবুর্গের বিপক্ষে ছয় গোলের থ্রিলার ম্যাচে জয়বঞ্চিত হয়েছে দলটি।
৯ ঘণ্টা আগেবাবা ক্রিশ্চিয়ানো রোনালদোর মতো ছেলেও খেলবেন পর্তুগালের জাতীয় দলে। স্বপ্নের সেই পথে একটু একটু করে এগোচ্ছেন তনয় ক্রিশ্চিয়ানো জুনিয়র। গত মে’তে পর্তুগাল অনূর্ধ্ব-১৫ দলে জায়গা পেয়েছিলেন।
১৩ ঘণ্টা আগে