আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

হামজা-ফাহমিদুলদের ঈদ আনন্দ

স্পোর্টস রিপোর্টার

হামজা-ফাহমিদুলদের ঈদ আনন্দ

দরজায় কড়া নাড়ছে সিঙ্গাপুর ম্যাচ। বাংলাদেশ দলের ফুটবলাররা তাই ক্যাম্পে অবস্থান করছেন। পরিবার ফেলে সবার ঈদটাও কাটছে সতীর্থদের সঙ্গেই।

শাহবাগের হোটেল ইন্টারকন্টিন্টালে অবস্থান করছে বাংলাদেশ দল। সে হোটেলের নিকটবর্তী পরিবাগের একটি মসজিদে শনিবার (৭ মে) সকাল সাতটায় পবিত্র ঈদুল আজহার নামাজ আদায় করেছেন হামজা চৌধুরী, ফাহমিদুল ইসলাম, জামাল ভুঁইয়া, তারিক কাজী, কাজেম শাহ সহ অন্যান্য মুসলিম ফুটবলাররা।

বিজ্ঞাপন

ঈদ উপলক্ষ্যে সব ফুটবলারদের সাদা পাঞ্জাবি উপহার দিয়েছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। সেই পাঞ্জাবি পরে সবাই ঈদের নামাজ আদায় করেছেন। ঈদের নামাজ শেষে মসজিদে অন্যান্য মুসল্লিদের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করেন ফুটবলাররা।

ঈদ উপলক্ষ্যে সকাল ১০টা থেকে দুপুর ২টা পর্যন্ত ফুটবলারদের ছুটি দিয়েছেন টিম ম্যানেজমেন্ট। সময়টুকু নিজেদের মতো করে কাটাবেন সবাই। যদিও রুটিন ওয়ার্ক থেকে মুক্তি মিলছে না হ্যাভিয়ের কাবরেরার শিষ্যদের। আজ বিকেল ৫টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত জাতীয় স্টেডিয়ামে অনুশীলন করবেন ফুটবলাররা।

এশিয়ান কাপ বাছাইয়ের আগামী ১০ জুন জাতীয় স্টেডিয়ামে সিঙ্গাপুরকে আতিথেয়তা দেবে বাংলাদেশ। গুরুত্বপূর্ণ ম্যাচটির আগে প্রস্তুতিটা ভালোই হয়েছে দলটির। গত ৪ জুন প্রীতি ম্যাচে ভুটানকে ২-০ গোলে হারিয়েছে জামালরা।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

এলাকার খবর

খুঁজুন