সংযুক্ত আরব আমিরাতে অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপে নিজেদের দ্বিতীয় ম্যাচে নেপালের বিপক্ষে সহজ জয় পেয়েছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল। আজ দুবাইয়ে আইসিসি একাডেমি মাঠে আগে ব্যাট করে ১৩০ রানে অলআউট হয় নেপাল। জবাবে, জাওয়াদ আবরারের অপরাজিত হাফ সেঞ্চুরিতে ১৫১ বল ও ৭ উইকেট হাতে রেখে জয় নিশ্চিত করে বাংলাদেশের যুবারা। এই জয়ে সেমিফাইনালের পথে অনেকটাই এগিয়ে যায় তারা।
টস হেরে ব্যাটিংয়ে নেমে নিয়মিত বিরতিতে উইকেট হারায় নেপাল। বাংলাদেশের তিন পেসার সাদ ইসলাম, মোহাম্মদ সবুজ ও শাহরিয়ার আল আমিনের বোলিং তোপে দলীয় ৬১ রানের মাথায় ৫ উইকেট হারিয়ে বসে নেপাল। খাদের কিনারায় থাকা দলকে টেনে তোলেন নেপালের দুই ব্যাটার আশিস লুহার ও অভিষেক তিওয়ারি। আশিস ২৩ ও অভিষেকের ব্যাটে আসে ৩০ রান। তাতেই ১৩০ রানের সংগ্রহ পায় নেপাল। বাংলাদেশের হয়ে সবুজ ২৭ রানে নেন তিন উইকেট।
১৩১ রানের ছোট লক্ষ্যে খেলতে নেমে দলীয় ২৯ রানের মাথায় দুই উইকেট হারিয়ে বসে বাংলাদেশ। ওপেনার রিফাত বেগ ৭ বলে ৫ ও অধিনায়ক আজিজুল হাকিম তামিম ১ রান করে রানআউট হন। দ্রুত দুই উইকেট হারানো বাংলাদেশকে পথ হারাতে দেননি জাওয়াদ আবরার ও রিজান হোসেন। জাওয়াদ ৬৮ বলে করেন ৭০ রান। তার ইনিংসে ছিল ৭ চার ও তিন ছক্কা। রিজানের হোসেনের ব্যাটে আসে ১২ রান। নেপালের হয়ে একটি করে উইকেট নেন অভিষেক তিওয়ারি ও যুবরাজ খাত্রি।
আফগানিস্তানের বিপক্ষে দারুণ জয়ের পর গ্রুপে নিজেদের দ্বিতীয় ম্যাচে নেপালকে উড়িয়ে দিল বাংলাদেশ। তাতে সেমিফাইনালের পথ অনেকটাই সহজ হয়ে এসেছে বাংলাদেশের জন্য। দুই ম্যাচে চার পয়েন্ট নিয়ে এখন গ্রুপের পয়েন্ট টেবিলের শীর্ষে অবস্থান করছে বাংলাদেশের যুবারা।
সংক্ষিপ্ত স্কোর
নেপাল অনূর্ধ্ব-১৯ : ১৩০/ ১০, ৩১.১ ওভার (তিওয়ারি ৩০, লুহার ২৩, সবুজ ৩/২৭)
বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ : ১৩৫/৩, ২৪.৫ ওভার (জাওয়াদ ৭০*, কালাম ৩৪, তিওয়ারি ১/২৫)
ফল : বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল ৭ উইকেটে জয়ী।
ম্যাচসেরা : জাওয়াদ আবরার

