অস্ট্রেলিয়ার ঘরোয়া টি-টোয়েন্টি লিগ বিগ ব্যাশে নিজেদের চেনা ছন্দের ধারাবাহিকতা ধরে রেখেছেন বাংলাদেশের রিশাদ হোসেন। হোবার্ট হ্যারিকেনসের হয়ে মেলবোর্ন রেনেগেডসের বিপক্ষে ম্যাচেও ফের জ্বলে উঠলেন এই লেগস্পিনার। এবার তার শিকার ২ উইকেট, নিয়েছেন একটি ক্যাচও। ম্যাচে রিশাদের বোলিং ফিগার ৪-০-৩৪-২! রিশাদের উজ্জ্বলময় দিনে ৪ উইকেটের জয় তুলে নিয়েছে হোবার্টও।
ম্যাচে রিশাদই সহায়তা করেন প্রথম ব্রেক থ্রু এনে দিতে। মেলবোর্নের ওপেনিং জুটি ভয়ংকর হয়ে ওঠার ইঙ্গিত দিতেই তার দুর্দান্ত ক্যাচ। ন্যাথান এলিসের স্লোয়ার ডেলিভারি লেগ সাইডে খেলার চেষ্টায় জশ ব্রাউনের ব্যাটে লেগে বল আকাশে উঠে গেল অফ সাইডে। শর্ট থার্ডম্যান দৌড়ে দারুণ ক্যাচ নেন রিশাদ।
এরপর পঞ্চম ওভারে বল হাতে পেয়ে দেন ৮ রান। এরপর সপ্তম ওভারে বল হাতে পেয়ে ফের উইকেট। রিশাদের তৃতীয় বল সুইপ করে চার মারেন মোহাম্মদ রিজওয়ান। পরের বলেই তাকে ফেরান রিশাদ। রিভার্স সুইপ করে উইকেট বিলিয়ে দেন পাকিস্তানি ব্যাটার। আর তাতেই ৫ ম্যাচে রিশাদের উইকেট হলো ৮টি। প্রথম তিন ম্যাচে তিনটি, শেষ দুই ম্যাচে ৫টি।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

